1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে নতুন নিয়ম

২৩ অক্টোবর ২০১৩

চীনের আঞ্চলিক টেলিভিশন চ্যানেলগুলোতে অ্যামেরিকান আইডলের মতো রিয়েলিটি বা ট্যালেন্ট শো-র প্রচার নিয়ন্ত্রণ করতে চাইছে চীন৷ এ লক্ষ্যে একটি নীতিমালা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/1A4Lg
ছবি: Getty Images

‘স্টেট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রেস, পাবলিকেশন, রেডিও, ফিল্ম অ্যান্ড টেলিভিশন'-এর নীতিমালায় বলা হয়েছে, এখন থেকে এ ধরণের অনুষ্ঠান প্রচারের আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে৷ জানা গেছে, এই কর্তৃপক্ষ একেক কোয়ার্টারে একেকটি চ্যানেলকে প্রাইম টাইমে এ ধরণের একটিমাত্র অনুষ্ঠান প্রচারের অনুমতি দেবে, এর বেশি নয়৷ এছাড়া প্রতিটি চ্যানেলকে তাদের সাপ্তাহিক প্রচার ঘণ্টার কমপক্ষে ৩০ শতাংশ সময় সংবাদ, অর্থনীতি, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান প্রচার করতে হবে৷

মার্কিন ধাঁচের এমন অনুষ্ঠানের প্রচার সীমিত বা প্রাইম টাইম থেকে সরিয়ে দেয়ার উদ্যোগ আগেও নিয়েছে চীন৷

ঠিক কি কারণে নতুন এই নীতিমালা – তা জানতে বার্তা সংস্থা এপি কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করলেও কেউ ফোন ধরেননি৷

তবে বিশ্লেষকদের ধারণা, প্রাইম টাইমে সরকারি টেলিভিশন সিসিটিভি-র দর্শক সংখ্যা বাড়াতে এই উদ্যোগ৷ ‘চাইনিজ অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্স'-এর রাষ্ট্রবিজ্ঞানী লিউ শানইয়েং, যিনি একসময় সিসিটিভি-র হয়ে কাজ করতেন, তিনি বলছেন, ‘‘প্রশাসন সিসিটিভি-কে সহায়তা করছে৷ এই টিভির কাজ সরকারের বার্তা প্রচার করা৷''

শানইয়েং বলেন, ‘‘আঞ্চলিক চ্যানেলগুলো বেশি বেশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে দর্শক আকর্ষণ করায় প্রাইম টাইমে সিসিটিভি-র দর্শক সংখ্যা কমে যাচ্ছে৷''

জেডএইচ/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য