1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক হাজার বন্দি মুক্তি পাচ্ছেন আজ

১৯ আগস্ট ২০১০

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক হাজার বন্দি মুক্তি পাচ্ছেন আজ বৃহস্পতিবার৷ দেশের ইতিহাসে একসঙ্গে এত কারাবন্দি এর আগে আর মুক্তি পাননি৷

https://p.dw.com/p/Or5K
প্রধানমন্ত্রীর উদ্যোগে বন্দিদের মুক্তির বিষয়টি সফল হয়েছেছবি: AP

এটা যেমন একটা আনন্দের খবর তেমন দু:খেরও৷ কারণ যারা মুক্তি পাচ্ছে তাদের বেশিরভাগই নাকি নিরপরাধ ছিল৷ কেবলমাত্র টাকার অভাবে আইনজীবী নিয়োগ করতে না পারায় ২০ বছরেরও বেশি সময় ধরে তাদের জেল খাটতে হয়েছে৷ একবার ভেবে দেখুন কতটা অমানবিক! এদের মধ্যে কেউ কেউ যেমন বিয়ে করতে পারেননি৷ আবার এমন অনেকে আছেন যাদেরকে বিয়ের পরপরই জেলে চলে যেতে হয়েছে৷ পরে দেখা গেছে তাদের স্ত্রীরা অন্যকে বিয়ে করে চলে গেছে৷ এসব তথ্য দিয়েছে দৈনিক ইত্তেফাক৷ আর বেশিরভাগ কারাবন্দিই যে নিরপরাধ ছিল এই তথ্যটি দিয়েছেন স্বয়ং আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান৷ তিনি বলেছেন, আড়াই বছর ধরে বন্দিদের মুক্তির ব্যাপারে চেষ্টা চলছিল৷ তবে শেষ পর্যন্ত নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সেটা সফল হলো৷

সাংসদের বিরুদ্ধে হত্যা মামলা

বেশিরভাগ পত্রিকায় সরকারি দলের সাংসদ শাওনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টিই প্রধান খবর৷ যুবলীগ নেতা ইব্রাহিম হত্যাকাণ্ডের পাঁচদিন পর এই মামলাটি হলো৷ প্রথম আলো, সমকাল আর ইত্তেফাকের আজকের প্রধান খবর এটিই৷ এছাড়া অন্যান্য সংবাদপত্রও প্রথম পাতাতেই বেশ বড় করে ছেপেছে খবরটি৷ উল্লেখ্য, পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি৷ পরে গতকাল বুধবার যে মামলাটি হলো সেটা হয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে৷ এছাড়া সমকাল বলছে, জিজ্ঞাসাবাদের জন্য এমপি শাওনের দেহরক্ষীসহ আরও দু'জনকে আটক করা হয়েছে৷ এর আগে আটক করা হয়েছিল এমপি'র পিএসকে৷

ছিনতাইকারী নিহত

সাবেক পানি সম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাকের গানম্যানের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে৷ এর আগেও ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে৷ তবে গতকালের এই ঘটনাটি আজকের সংবাদপত্রগুলোতে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে৷ যেমন ডেইলি স্টার এটাকে আজকে তাদের প্রধান প্রতিবেদন হিসেবে ছেপেছে৷ আর সমকাল ও যুগান্তর ছবিসহ প্রথম পাতায় বেশ বড় করে খবরটি ছেপেছে৷ হতে পারে সাবেক মন্ত্রীর গানম্যানের গুলিতে ছিনতাইকারী নিহত হয়েছে, এই কারণেই হয়তো সংবাদটি এতটা গুরুত্ব পেয়েছে৷ কিংবা কূটনৈতিক পাড়ায় অর্থাৎ এত নিরাপত্তা যেখানে, সেখানে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা এই কারণেও হয়তো খবরটি গুরুত্ব পেয়ে থাকতে পারে৷ যে কায়দায় ঐ ছিনতাইকারী নিহত হয়েছে সেটাকে রীতিমত সিনেমার অ্যাকশনের সঙ্গে তুলনা করেছে দৈনিক সমকাল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই