1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যিশুর জীবন থেকে শিক্ষা

২৫ ডিসেম্বর ২০১৫

বড়দিনের আগের সন্ধ্যায় দেয়া বক্তব্যে পোপ ফ্রান্সিস সবাইকে ‘শান্ত আচরণ’ করার এবং ‘ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী’ কাজ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, বড়দিন মানে হচ্ছে ‘আমরা কে তা আবিষ্কার করা৷’

https://p.dw.com/p/1HTc1
Vatikan Heiligabend Papst Franziskus
ছবি: picture-alliance/AP Photo/G. Borgia

বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন ১০ হাজারেরও বেশি মানুষ৷ যাঁরা কম ভাগ্যবান তাঁদের প্রতি সমব্যাথী হতে বিশ্বের প্রায় ১২০ কোটি ক্যাথলিককে অনুরোধ করেন ৭৯ বছর বয়সি এই আর্জেন্টাইন পোপ৷

যাঁরা সম্পদ গড়ার নেশায় ‘উন্মত্ত’ রয়েছেন তাঁদের সাধারণ জীবনযাপনের ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন পোপ৷ তিনি বলেন, শিশু যিশু জন্মেছিলেন খুব সাধারণ পরিবেশে, গবাদিপশুর খাওয়ার পাত্রে৷ সবার উচিত যিশুর সাধারণ জীবনযাপন থেকে শিক্ষা নেয়া, বলেন পোপ ফ্রান্সিস৷


ক্যাথলিকদের উদ্দেশ্যে পোপ বলেন, তাঁদের উচিত অন্যের প্রতি ‘সহানুভূতিশীল, সমবেদনাময় ও ক্ষমাশীল’ হয়ে ওঠা৷
এদিকে, বড়দিন উপলক্ষ্যে আজ শুক্রবার দুপুরে প্রথা অনুযায়ী পোপ ‘উর্বি এট অর্বি’ শীর্ষক (শহর ও বিশ্বের প্রতি) ভাষণ দেবেন৷ এই বক্তব্যে সাধারণত পোপ বিশ্বের সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানিয়ে থাকেন৷ এবারের বক্তব্যে তিনি বিশ্বের বিবাদমান গোষ্ঠীগুলোকে এক হওয়ার আহ্বান জানাতে পারেন৷ কারণ চলতি বছর আফ্রিকায় জাতিগত দ্বন্দ্বে চরম নিষ্ঠুরতা দেখা গেছে আর তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর পাশবিকতার পরিচয় পাওয়া গেছে মধ্যপ্রাচ্যে৷

এছাড়া বিশ্বের অনেক স্থানের ক্যাথলিকদের সম্ভাব্য হামলার আশঙ্কা মাথায় নিয়েই বড়দিন পালন করতে হচ্ছে৷ ইসলামি জঙ্গিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় মুসলিম প্রধান সোমালিয়া এবার বড়দিন ও নববর্ষ উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

Vatikan Heiligabend Papst Franziskus
ছবি: picture-alliance/AP Photo/G. Borgia

The Pope's advice

যিশুর জীবন, জীবনযাপন আপনাকে কি অনুপ্রাণিত করে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান