1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে আগুনে পোড়া মসজিদটি সংস্কার করা হবে

১৩ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রবিবার মাঝরাতে একটি মসজিদে আগুন দেয়া হয়৷ প্রায় পাঁচ ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ এটি ‘হেট ক্রাইম' হতে পারে বলে মনে করছে পুলিশ৷

https://p.dw.com/p/1K18v
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মসজিদে আগুন
ছবি: Reuters/St. Lucie County Sheriff's Office

গত জুন মাসে ফ্লোরিডার একটি নাইট ক্লাবে হামলা চালান ওমর মতিন নামে এক ব্যক্তি৷ ওই ঘটনায় ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছিলেন৷ মতিন ঐ মসজিদে যাওয়া আসা করতেন বলে জানা গেছে৷ সে কারণে মসজিদে হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় মুসলিম নেতারা৷

নাইট ক্লাবে হামলার পর থেকেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ওপর ও মসজিদে হামলার হুমকি দেয়া হচ্ছে বলে জানান ‘কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন্স' এর ফ্লোরিডার মুখপাত্র উইলফ্রেডো আমর রুইজ৷ তিনি বলেন, ‘‘শুরুর দিকে হুমকিমূলক ভয়েসমেল আসত৷ পরে নামাজিদের লক্ষ্য করে পানি ছোঁড়া হয়েছে৷ এছাড়া ফজরের নামাজ পড়তে আসা একজনকে মারধরও করা হয়েছে৷''

স্থানীয় পুলিশের প্রকাশ করা ভিডিওতে, রবিবার মাঝরাতের কিছুক্ষণ আগে এক ব্যক্তিকে মসজিদে আগুন দিতে দেখা যাচ্ছে৷ ঐ ব্যক্তি সম্পর্কে তথ্য পেতে পুলিশ ভিডিওটি প্রকাশ করেছে৷

সেন্ট লুসি কাউন্টি পুলিশের মুখপাত্র ডেভিড থম্পসন বলেছেন, ‘‘আগুন লাগানোর সময়কাল বিবেচনা করে মনে হচ্ছে এটি ‘হেট ক্রাইম' হতে পারে৷'' উল্লেখ্য, রবিবার ছিল নাইন ইলেভেনের ১৫ বছর পূর্তি৷ আর সোমবার ঈদের দিন৷ রবিবার মাঝরাতে লাগানো আগুন নেভে সোমবার সকালে৷

এদিকে, ‘ইসলামিক সেন্টার অফ ফোর্ট পিয়ার্স' এর সহকারি ইমাম হামাদ রহমান বলেছেন, ‘‘মসজিদে আগুন লাগানোর ঘটনায় আমাদের প্রায় ১০০ জন সদস্য ব্যথিত ও আতংকিত৷'' তবে মসজিদটি পুনরায় সংস্কার করা হবে বলেও জানান তিনি৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য