1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ভারতীয় আ্যামেরিকান গভর্নর

৪ নভেম্বর ২০১০

ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি সাউথ ক্যারোলাইনা রাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন৷ রাজ্য বিধানসভার সদস্য ভিনসেন্ট শিহিনকে পরাজিত করে শিখ অভিবাসী বাবা-মায়ের সন্তান হ্যালি মঙ্গলবার সাউথ ক্যারোলাইনার গভর্নর নির্বাচিত হন৷

https://p.dw.com/p/Pxnm
সাউথ, ক্যারোলাইনা, রাজ্য, গভর্নর, মার্কিন, যুক্ররাষ্ট্র, South, Carolina, Nikki, Haley, নিকি, হ্যালি
স্বামী এবং সন্তানদের নিয়ে মঞ্চে নিকি হ্যালিছবি: AP

নিকিই প্রথম এশীয় মহিলা যিনি মার্কিন যুক্ররাষ্ট্রের কোন রাজ্যের গভর্নর নির্বাচিত হলেন৷ শতকরা ৫১ ভাগ ভোট পেয়েছেন নিকি, আর শতকরা ৪৭ ভাগ ভোট পেয়েছেন ভিনসেন্ট৷ স্বল্প ভোটের ব্যবধানে হলেও ভিনসেন্ট পরাজিত হয়েছেন নিকির কাছে৷ এর আগে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গভর্নর নির্বাচিত হয়েছেন ববি জিন্দাল৷ তিনি লুইজিয়ানার গভর্নর নির্বাচিত হন৷

নিকি হ্যালি মঙ্গলবার রাতে তাঁর বিজয় উপলক্ষে দেয়া বক্তব্যে বলেন, বুধবার সকালেই অসংখ্য সংবাদ প্রকাশিত হতে যাচ্ছে এবং পর্যবেক্ষকরা বলতে যাচ্ছেন যে আমরা ইতিহাস তৈরি করেছি৷ আপনারা আমার দিকে তাকিয়ে বলতে পারেন, ‘‘ইয়েস উই ডিড৷'' তিনি বলেন, ‘‘কিন্তু আমি যা চাই তা হচ্ছে, আমরা এখন ইতিহাসের একটা পাতা উল্টাতে যাচ্ছি৷ আমরা যেখানে রয়েছি, সেই পাতাটা উল্টাচ্ছি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি, ইতিহাস হতে যাচ্ছে সেটাই৷''

নিকি তাঁর বক্তব্যে তাঁর অভিবাসী পরিবারের কথাও কিছুটা উল্লেখ করেন৷ এক পর্যায়ে তিনি বলেন, ‘‘আমি কত ভাগ্যবান যে আমি যুক্তরাষ্ট্রে বসবাস করছি, এই কথাটা আমার বাবা-মা আমাকে প্রায়ই স্মরণ করিয়ে দিতেন৷'' তিনি বলেন, ‘‘আমি মনে প্রাণে আ্যামেরিকান৷ আপনারা ভোট দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ, আমি আপনাদের জন্যেই কাজ করতে যাচ্ছি৷''

২০০৪ সাল থেকে নিকি সাউথ ক্যারোলাইনার বিধায়ক হিসেবে কাজ করে আসছিলেন৷ আর সেই সময়ে ঐ পদেও, তিনিই ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত আ্যমেরিকান মহিলা৷ ৩৮ বছর বয়স্ক নিকি হ্যালি সাউথ ক্যারোলাইনার ব্যামবার্গে জন্মগ্রহণ করেন৷ জন্মের সময় তাঁর নাম দেয়া হয় নিম্রতা রান্ধাওয়া৷ তাঁর বাবা-মা এসেছেন ভারতের অম্রিতসর থেকে৷ তাঁদের তিন সন্তানের মধ্যে নিকি একজন৷ নিকি ছিলেন অ্যাকাউন্ট্যান্ট৷ ব্যবসাও করেছেন৷ বিয়ে করার আগে নিকি প্রটেস্ট্যান্ট খ্রিষ্টধর্মে দীক্ষা নেন, তবে বাবা-মায়ের প্রতি সম্মান দেখাতে তিনি দুই ধর্মের প্রার্থনাসভাতেই যোগ দেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য