1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্র পাকিস্তানে ড্রোন হামলা বাড়িয়েছে

২ অক্টোবর ২০১০

চালকবিহীন মার্কিন বিমান ড্রোন৷ মূলত আফগানিস্তানে জঙ্গি দমনে ব্যবহৃত হয়ে থাকে এটি৷ কিন্তু ইদানিং পাকিস্তানে বেড়ে গেছে এই বিমানের হামলা৷ এতে বেশ কিছু সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে৷

https://p.dw.com/p/PSoL
চালকবিহীন মার্কিন বিমান ড্রোনছবি: AP

ফলে পাকিস্তানিদের মধ্যে মার্কিনবিরোধী মনোভাব আরও দৃঢ় হচ্ছে৷

ড্রোনের দিক পরিবর্তন সম্পর্কে যুক্তরাষ্ট্র বলছে, জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে থাকা ন্যাটো ও মার্কিন সেনাদের উপর হামলা করছে৷ তাই তাদের ঠেকাতেই ড্রোন আক্রমণের সংখ্যা বাড়ানো হয়েছে৷ মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালও বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেখানে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা আফগানিস্তান থেকে পাকিস্তানে ড্রোন বিমানের সংখ্যা বাড়ানোর কথা স্বীকার করেছেন৷ অবশ্য পরিসংখ্যান থেকেও এটা পরিষ্কার জানা যাচ্ছে৷ যেমন গতমাসে ড্রোন আক্রমণ হয়েছে মোট ২১টি৷ এতে মারা গেছেন প্রায় ১২০ জন৷ পাকিস্তানি কর্মকর্তারাই দিয়েছেন এই তথ্য৷ সংখ্যাটা যে কোন মাসের চেয়ে বেশি৷

Osama bin Laden
লাদেন: মুসলিম বিশ্ব পাকিস্তানের বন্যার্তদের পর্যাপ্ত সহায়তা করেনিছবি: AP

এদিকে আজও দুটি ড্রোন আক্রমণ হয়েছে৷ এতে ১৮ জঙ্গি নিহত হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তবে একেক বার্তা সংস্থা নিহতের একেক সংখ্যা দিয়েছে৷ এদিকে জার্মান বার্তা সংস্থা ডিপিএ বলছে নিহতরা যে সবাই জঙ্গি ছিল সেটা এখনো জানা যায়নি৷ অর্থাৎ তারা সাধারণ নাগরিকও হতে পারেন৷ এমনিভাবে ড্রোন আক্রমণে জঙ্গির পাশাপাশি অনেক সাধারণ মানুষও নিহত হচ্ছে৷ তাই পাকিস্তানীদের মনে মার্কিনবিরোধী মনোভাব চাঙ্গা হচ্ছে৷ এদিকে শুধু সাধারণ পাকিস্তানিই নয় গত বৃহস্পতিবার ন্যাটোর একটি হেলিকপ্টার হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন৷ ফলে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার৷ যেটা এখনো বলবৎ রয়েছে৷ এ কারণে অস্ত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র আফগানিস্তানে নিয়ে যেতে পারছে না ন্যাটো বাহিনী৷

লাদেনের ভিডিও

আজও একটি ভিডিও প্রকাশ পেয়েছে লাদেনের৷ এই নিয়ে গত দুইদিনে দুটি ভিডিও প্রকাশ পেল লাদেনের৷ দ্বিতীয় বার্তায় তিনি পাকিস্তানের বন্যার্তদের পর্যাপ্ত সহায়তা না করায় মুসলিম বিশ্বের সমালোচনা করেছেন৷ এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মুসলমানদের সহায়তার জন্য একটি কেন্দ্রীয় রিলিফ সংস্থা গঠনের কথা বলেছেন তিনি৷ এদিকে সাবেক এক মার্কিন গোয়েন্দা বলছেন মানুষের কাছে আল কায়েদার সমর্থন বাড়াতে তিনি এসব বক্তব্য দিচ্ছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী