1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের এ বছরই কাঠগড়ায় দাঁড় করানোর প্রত্যাশা

১ জানুয়ারি ২০১১

নতুন বছরে সরকারের আচরণ না বদলালে আন্দোলন জোরদার করার ঘোষণা দিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ অন্যদিকে, চিহ্নিত যুদ্ধাপরাধীদের এবছরই কাঠগড়ায় দাঁড় করানোর আশা ব্যক্ত করলেন আইন প্রতিমন্ত্রী৷

https://p.dw.com/p/zsJR
supreme, court, যুদ্ধাপরাধী, যুদ্ধ, ঢাকা, বাংলাদেশ, বিএনপি, আওয়ামী লীগ, আইন, সরকার, রাজনীতি, ২০১১, নতুন বছর, BNP, Awami League, Dhaka, Bangladesh, New Year, 2011,
বাংলাদেশ সুপ্রিম কোর্টছবি: Harun Ur Rashid Swapan

ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের আচরণ না বদলালে নতুন বছরে আন্দোলন জোরদার করা হবে৷ শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেয়ার পর তিনি এসব কথা বলেন৷ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ নেতাকর্মীরা৷

সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল৷ তিনি বলেন, ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ৷ তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব তৈরি করতে হবে৷ এজন্য ছাত্র সংসদ নির্বাচন চাই৷ মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় নতুন ছাত্র নেতৃত্ব গড়ে উঠছে না বলে মন্তব্য করেন তিনি৷ ১৯৭৯ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন৷

এদিকে, শনিবার এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে৷ তাই জাতিকে স্বচ্ছ ও নিরপেক্ষ একটি বিচার উপহার দিতেই সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রথমেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে৷ আর এই বছরেই সেই কাজটি করা যাবে বলে আশা করেন তিনি৷ নুরেনবার্গ ট্রাইবুনালের চেয়েও এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে আপিলের কোন সুযোগ ছিল না৷ কিন্তু এখানে আপরাধী আপিল করার সুযোগ পাবেন৷ আইনজীবী নিয়োগ করার সুযোগও থাকছে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই