1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশকে হানাহানির দিকে ঠেলে দেবেন না’

৭ অক্টোবর ২০১০

বুধবার রাতে নবম জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনের সমাপনী বক্তৃতা দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা৷ তিনি তাঁর বক্তৃতায় বলেন, যুদ্ধাপরাধীদের বিচার মানে জাতিকে বিভক্ত করা নয়৷ যুদ্ধাপরাধীদের বিচার জাতির দাবি৷

https://p.dw.com/p/PXcp
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

তাঁর সরকার এই বিচারের কাজ শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে৷ তারা যদি এই বিচার কাজ শেষ করে যেতে না পারেন তাহলে নতুন যারা আসবেন তারা তা করবেন৷ এই বিচার চলবে প্রজম্ম থেকে প্রজন্মে৷

তিনি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান না নেয়ার আহবান জানান৷ প্রধানমন্ত্রী, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতিকে হানাহানির দিকে ঠেলে দেবেন না৷'

খালেদা জিয়া এর আগে অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের পর দেশে হাজার হাজার মানুষকে হত্যা করছে আওয়ামী লীগ সরকার৷ এই বক্তব্য চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী বলেন,‘ পারলে যাদের হত্যা করা হয়েছে তাদের তালিকা দিন৷' তিনি বলেন, বরং জিযাউর রহমানের সময় বহু দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে৷ হত্যা করা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তাদের৷ হত্যা করা হয়েছে তাহের, মঞ্জুরকে৷ তাহের হত্যার কথিত বিচারের নথিও গায়েব করা হয়েছে৷

প্রধানমন্ত্রী নতুন পাশ করা বিদ্যুত কেন্দ্র স্থাপন আইন নিয়েও কথা বলেন৷ এই আইনের বিরুদ্ধে আদালতে না যাওয়ার যে বিধান রাখা হয়েছে তার ব্যাখ্যা দেন তিনি৷ তিনি বলেন আইনটি সংবিধান মেনেই করা হয়েছে৷ দ্রুত বিদ্যুত উৎপাদন এবং বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্যই এই বিধান৷ উদ্দেশ্য- কেউ যেন কাজকে বাধাগ্রস্ত করতে না পারে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ মিনিটের বক্তৃতায় তার সরকারের সফল্য তুলে ধরে আবারো বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা