1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে গ্রেফতারের আবেদন

১৫ ডিসেম্বর ২০১০

বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীকে গ্রেফতারের আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউশন টিম৷ রোববার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/Qbs1
Salahuddin Quader Chowdhury
সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীছবি: Harun Ur Rashid

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত দল তাদের তদন্তে বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে বলে প্রকাশ৷ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জানান, একাত্তরে সাকা চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে নতুন চন্দ্র সিংহ হত্যা, জগত মল্ল পাড়ায় ৩৮জনকে হত্যা এবং ঊনষাট পাড়ায় ৫৯ জনকে হত্যার ঘটনা ঘটেছে৷ তদন্তকারী দল সরেজমিন তদন্তে তার সাক্ষ্য প্রমাণ পেয়েছে বলে তিনি জানান৷ চট্টগ্রামে সাকা চৌধুরীর গুডহিলের বাসায় নির্যাতন ক্যাম্পও গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ৷ ক্যাম্প করা হয়েছিল সার্কিট হাউজ, পাহাড়তলি ও ডালিম হোটেলে৷

গোলাম আরিফ টিপু বলেন, তদন্ত দলের কাছে যারা সাকা চৌধুরীর যুদ্ধাপরাধের সাক্ষ্য প্রমাণ দিয়েছেন তারা এখন হুমকির মুখে রয়েছেন৷ তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে সাকা চৌধুরীকে গ্রেফতারের আবেদন জানানো হয়েছে৷

ট্রাইবুন্যালের রেজিষ্ট্রার শাহীনুল ইসলাম জানান, আবেদন পাওয়ার পর তিনি বিষয়টি ট্রাইবুন্যালের নজরে এনেছেন৷ ট্রাইবুন্যাল ১৯শে ডিসেম্বর রোববার আবেদনের ওপর শুনানি করবে৷

এদিকে মঙ্গলবার রাতে পুলিশ সাকা চৌধুরীর ধানমন্ডির বাসায় তল্লাশি চালিয়েছে৷ তল্লাশির সময় তিনি বাসায় ছিলেন না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক