1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের মূল বিচার কাজ শুরু হবে শিগগির

১২ ডিসেম্বর ২০১০

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন সহসাই শুরু হবে যুদ্ধাপরাধের মূল বিচার কাজ৷ তাঁর মতে দেশে বিদেশে কোন কোন মহল বিচারকাজ বাধাগ্রস্ত করতে চাইলেও তারা সফল হবেনা৷

https://p.dw.com/p/QWGH
মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারছবি: Samir Kumar Dey

স্বাধীনতার চার দশক পর যুদ্ধাপরাধের বিচারের জন্য বাংলাদেশে ট্রাইবুন্যাল গঠন করা হয়েছে৷ এর মধ্যে গ্রেফতার করা হয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত কয়েকজনকে৷ কিন্তু বিচার প্রক্রিয়া চলছে ধীর গতিতে সম্প্রতি এমন অভিযোগ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান৷

একদিন পর তার জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন যুদ্ধাপরাধীদের বিচারে বিলম্ব হচ্ছেনা৷ বরং যথাযত আইন ও স্বচ্ছতার সঙ্গে বিচার প্রক্রিয়া চলছে৷ ৩৯ বছর আগের ঘটনার তথ্য-প্রমাণ এখনো আছে৷ তবে সংগ্রহ করতে সময় লাগছে৷

আইনমন্ত্রী বলেন বিদেশে কোন কোন স্বার্থান্বেষী মহল বিচার কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করে থাকতে পারে, কিন্তু তারা সফল হবেনা৷ অচিরেই মূল বিচার কাজ শুরু হবে৷

অন্যদিকে মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেছেন, পাকিস্তান '৭১-এর যুদ্ধাপরাধের বিচার করেনি তাই আজও সেখানে আইনের শাসন বিপন্ন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান