1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তার পদত্যাগ

৫ মে ২০১০

বুধবার সকালে স্বরাষ্ট্রসচিবর কাছে পদত্যাগ পত্র পেশ করেন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল মতীন৷

https://p.dw.com/p/NF7V
ছবি: AP

মতীনের বিরুদ্ধে '৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা এবং এর আগে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের মনোনয়নে বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ রয়েছে৷ তবে পদত্যাগের পরও তিনি এই অভিযোগ অস্বীকার করেন৷ তিনি বলেন, অভিযোগ ওঠার পর বিব্রত হয়ে পদত্যাগ করেছেন৷ এরকম একটি পদে যিনি থাকেন তাকে নিয়ে অভিযোগ উঠলে পদত্যাগ করা সমীচীন বলে তিনি মনে করেন৷

যুদ্ধাপরাধ ট্রাইবুনাল গঠিত হয় গত ২৫শে মার্চ৷ প্রায় দেড়মাসের মাথায় প্রধান তদন্ত কর্মকর্তার এই পদত্যাগকে কাঙ্খিত বলে মন্তব্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু৷

গত ৩০শে এপ্রিল ঢাকায় এক সেমিনারে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম আব্দুল মতিনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন৷ ওই সেমিনারে উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমদ আবদুল মতিনকে দিয়ে যুদ্ধাপরাধের স্বচ্ছ তদন্ত কতটুকু সম্ভব তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন৷৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক