1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধের ৩৬ বছর পর ভিয়েতনামে বব ডিলানের কনসার্ট

১০ এপ্রিল ২০১১

ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার প্রায় ৩৬ বছর পর রবিবার হো চি মিন সিটি'তে কনসার্টে গান গাইবেন মার্কিন গায়ক বব ডিলান৷

https://p.dw.com/p/10qrT
কিংবদন্তি গায়ক বব ডিলানছবি: AP

‘আমার নাম, তোমার নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম' – ভিয়েতনাম যুদ্ধের সময় হো চি মিন'এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের প্রতি সংহতি দেখাতে কলকাতার রাস্তায় শোনা যেত এই স্লোগান৷ তখন উগ্র বাম ভাবধারায় উদ্বুদ্ধ সাম্রাজ্যবাদ-বিরোধী জনতা মার্কিন নীতির চরম বিরোধিতা করে চলেছে৷ অ্যামেরিকায়ও যুদ্ধ-বিরোধী আন্দোলন দানা বেঁধেছিল৷ বব ডিলানের ‘ব্লোয়িন ইন দ্য উইন্ড' ও ‘দ্য টাইমস দে আর চেঞ্জিং'এর মত গান সেই আন্দোলনকে আরও জোরদার করেছিল৷ শেষ পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধে পরাজয় হজম করতে বাধ্য হয় ওয়াশিংটন৷

এই ঘটনার পর কয়েক দশক কেটে গেছে৷ বদলে গেছে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ৷ আদর্শবাদের জায়গা নিয়েছে বাস্তব স্বার্থ৷ আজ অ্যামেরিকা ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বিশাল মাত্রায় বেড়ে চলেছে৷ ভিয়েতনাম যুদ্ধের প্রায় ৩৬ বছর পর রবিবার সন্ধ্যায় হো চি মিন সিটি'তে অনুষ্ঠিত হচ্ছে এমন এক কনসার্ট, যা এই পরিবর্তনকে বিশেষভাবে চিহ্নিত করতে পারে৷ বব ডিলান নিজে প্রায় ৮,০০০ দর্শকের সামনে গান গাইবেন৷ দর্শকদের তরুণ ছাত্রছাত্রী থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধের সাক্ষীরাও থাকবেন বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: রিয়াজুল ইসলাম