1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিনেতা দেখাবেন যুদ্ধ!

১৮ অক্টোবর ২০১৩

এখন থেকে ২০০ বছর আগে বর্তমান জার্মানির লাইপসিশ শহরের কাছে এক যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন৷ এর ফলে তাঁর ইউরোপ জুড়ে রাজত্ব ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ভেস্তে গিয়েছিল৷

https://p.dw.com/p/1A1dQ
Quelle: Washington Post: BORODINO, Russia — Two hundred years after the key battle of the French-Russian war, thousands of enthusiasts are reenacting the clash. The Battle of Borodino, in which Napoleon Bonaparte’s army fought against czarist troops and Cossacks, claimed at least 70,000 lives by most estimates. It was glorified in Leo Tolstoy’s “War and Peace.” Copyright: DW/Karen Percy September, 2012, Borodino
ছবি: DW/Karen Percy

দুপক্ষের প্রায় ছয় লক্ষ সৈন্য ঐ যুদ্ধে অংশ নিয়েছিল৷ ১৮১৩ সালের ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলা যুদ্ধটি ইতিহাসে ‘ব্যাটল অফ লাইপসিশ' বা ‘ব্যাটল অফ দ্য নেশনস'নামে পরিচিত৷ যুদ্ধে প্রাণ হারিয়েছিল প্রায় এক লক্ষ সৈন্য৷

সেই যুদ্ধের ইতিহাস তুলে ধরতেই রবিবার লাইপসিশ শহরে যুদ্ধ মঞ্চায়নের উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রায় ত্রিশ হাজার দর্শকের সামনে যুদ্ধটি মঞ্চস্থ করবেন প্রায় ছয় হাজার অভিনেতা৷

আয়োজক ‘ব্যাটল অফ নেশনস এসোসিয়েশন'-এর কর্মকর্তা মিশেল কোটে বলছেন, ‘‘জাদুঘরের মাধ্যমে যুদ্ধের চিত্রায়নের চেয়ে এভাবে অভিনয় করে দেখানো অনেক বেশি বিশ্বাসযোগ্য৷''

নেপোলিয়ন চরিত্রে আইনজীবী

ফ্রান্সের ৪৬ বছর বয়সি আইনজীবী ফ্রঁক সঁসঁ নেপোলিয়ন চরিত্রে অভিনয় করবেন৷ এ জন্য তিনি প্রায় দেড় বছর ধরে নেপোলিয়নের মাতৃভাষা কর্সিকান শিখেছেন৷ এছাড়া ঘোড়ায় চড়া শিখেছেন সাত বছর ধরে৷

নেপোলিয়নের আরেকটি বৈশিষ্ট্য ছিল তিনি বেশ জোরে হাঁটতেন এবং সৈন্যদের সঙ্গে সবসময় উঁচু স্বরে কথা বলতেন৷ ফলে সৈন্যরা সবসময় তাঁকে মান্য করত৷ এই বৈশিষ্ট্যগুলোও আয়ত্তে আনার চেষ্টা করেছেন সঁসঁ৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য