1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ান ওপেন

২৮ জানুয়ারি ২০১৪

একজন ট্রফিটা মাকে এক নজর দেখানোর জন্য অস্থির, অন্যজন নিজের সাফল্যে নিজেই হতবাক৷ এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতে লি না আর স্টানিস্লাস ভাভরিংকা যেন হাতে চাঁদ পেয়েছেন!

https://p.dw.com/p/1Axzl
ছবি: REUTERS

এবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ডমিনিকা সিবুলকোভাকে ৭-৬ (৭-৩), ৬-০ গেমে হারিয়ে মেয়েদের একক শিরোপা জিতেছেন চীনের লি না৷ ক্যারিয়ারে নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয়ের পথে তৃতীয় রাউন্ডের আগে তেমন কোনো বাঁধার মুখে পড়তে হয়নি তাঁকে৷ তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে সেই যে ফিরলেন, তারপর ফাইনালে স্লোভাকিয়ার সিবুলকোভার মুখোমুখি হওয়া পর্যন্ত একবারের জন্যও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কার মুখোমুখি হননি ৩১ বছর বয়সি লি না৷ প্রথম সেটে স্নায়ুর চাপে ভুগছিলেন৷ পরিণামে ‘আনফোর্সড এরর' করে করে পয়েন্ট তুলে দিচ্ছিলেন সিবুলকোভার হাতে৷ কিন্তু টাইব্রেকারে গিয়ে আর পারেননি এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম আসরের ফাইনালে ওঠা সিবুলকোভা৷

Tennis Australian Open 2014 Finale Wawrinka und Nadal
ফাইনালের একটি মুহূর্তছবি: Getty Images/AFP

তাঁকে সরাসরি সেটে হারিয়ে লি না পেয়েছেন তিন বছর পর নিজের জীবন থেকে গ্র্যান্ড স্লাম শিরোপার খরা ঘোচানোর আনন্দ৷ টেনিসে চীনা বিপ্লবের নায়িকা প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ২০১১ সালে৷ সেবার ফ্রেঞ্চ ওপেন জিতলেও পরবর্তী সাফল্যের জন্য তিনটি বছর অনেক ঘাম ঝরাতে হয়েছে তাঁকে৷ অস্ট্রেলিয়ান ওপেনেই ফাইনালে উঠেছেন দু'বার, কিন্তু শেষ পর্যন্ত শিঁকে ছেঁড়েনি৷

অবশেষে হতাশার দিন শেষ হলো৷ লি না তাই আনন্দে হাওয়ায় ভাসছেন আর ভাবছেন, দেশে ফিরে এক মুহূর্তের জন্য হলেও মাকে গিয়ে দেখাবেন অস্ট্র্রেলিয়ান ওপেনের নতুন রানি হওয়ার স্বীকৃতি হিসেবে পাওয়া ট্রফি, তারপরই যাবেন নিজের ঘরে৷ শিরোপা জিতে ব়্যাংকিং-এও একটু ওপরে উঠেছেন লি না৷ ডাব্লিউটিএ ব়্যাংকিং-এ চীনের এই তরুণী ছিলেন চার নাম্বারে, সর্বশেষ প্রকাশিত তালিকায় এক ধাপ ওপরে উঠে এখন তিনি মেয়েদের টেনিসের তৃতীয় সেরা খেলোয়াড়৷

পুরুষদের টেনিসে স্টান ভাভরিংকাও উঠে এসেছেন তিন নম্বরে৷ রজার ফেদারার যখন ক্যারিয়ারের সায়াহ্নে, তখনই সুইজারল্যান্ডের হয়ে ফেদারারের এতদিন বয়ে চলা পতাকা উঁচিয়ে রাখার আশা জাগিয়েছেন ভাভরিংকা৷ বিশ্বসেরা রাফায়েল নাদালকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে এবার তিনিই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা৷ পুরুষদের ব়্যাংকিং-এ ছিলেন আট নম্বরে, অস্ট্রেলিয়ান ওপেনে এবারের তাক লাগানো সাফল্য ভাভরিংকাকে তুলে এনেছে তিন নম্বরে৷ তাতে নিজেই হতবাক৷ ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়ায় ২৮ বছর বয়সি এই সুইস তাই সাংবাদিকদের বলেছেন, ‘‘(অস্ট্রেলিয়ান ওপেনে) এই ক'দিন যা যা হলো সবই অবিশ্বাস্য৷ গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে তিন নম্বরে উঠে আসার পর সাংবাদিকরা নিশ্চয়ই আশা করছেন যে, আমি বলবো, ‘‘এবার আমি নম্বর ওয়ান হতে চাই''৷ কিন্তু আমি মনে করি, আমার জায়গা থেকে ওটা অনেক দূরের ব্যাপার৷ তাই ওটা এখন আমার লক্ষ্য নয়৷''

এসিবি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য