1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বখাটেকে শায়েস্তা করল তরুণী

১৮ মে ২০১৬

লিফটে এক তরুণী মুঠোফোন নিয়ে ব্যস্ত৷ পেছন থেকে তাঁর পিঠে মুখ রাখতে গেল এক বখাটে তরুণ৷ একটু সরে দাঁড়ালেন তরুণী৷ তবু দমে না গিয়ে বখাটে আবার এগিয়ে গিয়ে হাত রাখে তরুণীর পিঠে৷ তারপর কী হলো ভিডিওতেই দেখুন...

https://p.dw.com/p/1IpE6
ছবি: detailblick/Fotolia

ইউটিউবে মাত্র তিন সপ্তাহ আগে আপলোড করা হয়েছে ভিডিওটি৷ তিন সপ্তাহে ৩৬ লক্ষ ১৮ হাজার ২৫৩ বার দেখা হয়েছে লাঞ্জনাকারীর বিরুদ্ধে এক নারীর নীরব প্রতিবাদ৷ নীরব হলেও প্রতিবাদটি ছিল মোক্ষম৷ অমন প্রতিবাদের পর বখাটের আর তরুণীর দিকে হাত বাড়ানোর সাধ্য ছিল না৷

থাকবে কী করে? দ্বিতীয়বার স্পর্শ করার পরে তো আর মেয়েটি সরে দাঁড়ায়নি৷ পিটিয়ে বখাটেকেই সরিয়ে দিয়েছে৷ প্রথমে মোবাইলসমেত ডান হাত দিয়ে মুখে আঘাত, তারপর দু-পায়ের ফাঁকে প্রচণ্ড এক লাথি, তারপর আরেকটা লাথি৷ বখাটে মেঝেতে পড়ে যখন ব্যথায় কাতরাচ্ছে, তরুণী তখন সদর্পে এবং নিরাপদে চলে যায় লিফট ছেড়ে৷ পুরো দৃশ্যটাই ধরা পড়ে লিফটের ভেতরের সিসি টিভি ক্যামেরায়৷

এসিবি/ডিজি

কি বন্ধু, আপনিও পারবেন তো এভাবে বখাটে ছেলেদের শায়েস্তা করতে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান