1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে শিশু আপনাকে হাসাতে পারে

৫ ডিসেম্বর ২০১৬

মাঝে মাঝে হাসাটা কিন্তু উপকারের৷ কিন্তু হাসির উপলক্ষ্যে সেভাবে হয়ত পাওয়া যায় না৷ তাই আপনার জন্য এখানে থাকছে এক সহজ পন্থা৷

https://p.dw.com/p/2Tjhw
শিশুদের দঙ্গল
ছবি: Fotolia/yanlev

শেষ কবে প্রাণ খুলে হেসেছেন মনে পড়ে? জানি কেউ কেউ বলবেন, আমি নিয়মিত হাসি৷ এবং সেটা বেশ আনন্দের৷ কিন্তু এই বাবার মতো নিশ্চয়ই হাসেন না৷ বাবার সঙ্গে খেলার ছলে শিশুটি শুধু হাসছিল৷ তার হাসি দেখলে যে কেউ আনন্দের উদ্বেলিত হবেন৷ এমন নিষ্পাপ হাসির দেখা পাওয়া সত্যিই কঠিন৷

নিজের মেয়ের হাসির ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারেননি টম বুরগাইজে৷ ব্রিটেনে বসবাসরত এই আর্কিটেকচারাল টেকনোলজিস্ট ইউটিউবে গতমাসের শুরুতে ভিডিওটি শেয়ার করার পর তা সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে৷ ফেসবুক, টুইটারে অনেকেই শেয়ার করেছেন সেটা৷

ইউটিউবে আপলোড করা মূল ভিডিওটি অবশ্য সরাসরি দেখা হয়েছে চৌদ্দ হাজারবারের বেশি৷ বুরগাইজে তাঁর প্রোফাইলে এই একটি ভিডিওই শেয়ার করেছেন৷ 

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য