1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌথ সংসদীয় কমিটি গঠনে সর্বদলীয় বৈঠকে বরফ গলেনি

৮ ফেব্রুয়ারি ২০১১

ভারতে টেলিকম কেলেঙ্কারির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনে বিরোধী পক্ষের দাবি নিয়ে সংসদে যে অচলাবস্থা চলছে, তা কাটাতে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আজ ফের ডাকেন সর্বদলীয় বৈঠক৷ কিন্তু বরফ গলেনি৷

https://p.dw.com/p/10CqF
অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ছবি: AP

টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির তদন্তে যৌথ সংসদীয় কমিটি সংক্ষেপে জেপিসি গঠনের দাবিতে বিরোধী পক্ষ একজোট৷ অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় একটা আপোশ রফায় আসতে আজ এক সর্বদলীয় বৈঠক ডাকেন তাঁর বাসভবনে৷ কিন্তু বিরোধী পক্ষ সংসদের অধিবেশন চলতে দেবার পক্ষে থাকলেও তারা তাদের মূল দাবিতে অনড়৷ অর্থাৎ সরকার আগে জেপিসি গঠনে রাজি হলে তবেই সংসদ চলবে৷ যদিও তারা মুখে বলছে, যে-কোন মূল্যে সংসদের অধিবেশন চলা জরুরি৷ সরকার পক্ষের বিকল্প প্রস্তাব ছিল, সংসদের বাজেট অধিবেশনে জেপিসি গঠনের বিষয়ে এক প্রস্তাব এনে এর যৌক্তিকতা সম্পর্কে বিতর্কের পর ভোটাভুটিতে যদি দেখা যায় প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন আছে, তাহলে সরকার তা মেনে নেবে৷ কিন্তু আজকের সর্বদলীয় বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি৷ এই প্রস্তাব সরকারের একটা কৌশলগত চাল বলে মনে করছে অনেকে৷ কারণ সংখ্যাগরিষ্ঠতা আদায় করতে সরকারে অসুবিধা হবেনা৷

বৈঠক শেষে বিজেপির সংসদীয় নেত্রী সুষমা স্বরাজ বলেন, ‘‘আশা জেগেছে সংসদের বাজেট অধিবেশনের আগে সরকার সিদ্ধান্ত নেবে৷ অবশ্য সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি৷'' সিপিআই-এম সাংসদ সীতারাম ইয়েচুরি বলেন, ‘‘জেপিসি নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব ভেবে দেখা যেতে পারে৷'' কিন্তু প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজার গ্রেপ্তারি, বিচারপতি শিবরাজ পাটিলের তদন্ত রিপোর্ট জেপিসি গঠনের দাবিকে করেছে আরো মজবুত৷ সবাই চায় সংসদ চলুক৷ তার দায়িত্ব সরকারের৷ সিপিআই নেতা ডি রাজা বলেছেন,অচলাবস্থা দূর করতে সরকারের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে৷ ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত বিশ্বাস বলেন, ‘‘সংসদকে চলতে দেয়া উচিত৷ তবে জেপিসি নিয়ে সরকারকে আমরা ছাড়বো না৷''

এর আগে অচলাবস্থা ভাঙতে নির্দল সাংসদদের এক বৈঠক ডাকেন সংসদের স্পিকার মীরা কুমার৷ সেখানে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, বর্তমানে যেসব তদন্ত চলছে যেমন,পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি), কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই), এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি) যেসব তদন্ত করছে, জেপিসি গঠন করলে সেটা হবে তার ডুপ্লিকেট৷ জেপিসি এর বেশি আর কী তদন্ত করবে ?

সংসদের বাজেট অধিবেশন ২১শে ফেব্রুয়ারি৷ কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে ২৮শে ফেব্রুয়ারি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন