1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনশিক্ষা দেবে ‘ইউটিউব'

১৩ জুলাই ২০১৬

বেশিরভাগ মুসলিম অধ্যুষিত দেশেই যৌনশিক্ষাকে ‘ট্যাবু' হিসেবে দেখা হয়৷ যেমন ধরুন মিশর৷ কিন্তু মিশরেরই এক ডাক্তার সেই ট্যাবু, যৌনশিক্ষা নিয়ে রক্ষণশীলতা দূর করতে চান৷ আর এর জন্য ইউটিউবকে বেছে নিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/1JNg8
প্রতীকী ছবি
ছবি: Colourbox

মিশরীয় সমাজ অনেকটা বাংলাদেশ বা পাকিস্তানের মতোই রক্ষণশীল৷ সে কারণেই হয়ত যৌনশিক্ষার গুরুত্বও এই দেশগুলোতে অনেক বেশি৷ ডা. আলিয়া গাদের কথায়, ‘‘ইন্টারনেট মিশরে খুব জনপ্রিয়৷ তবে অভিভাবকদের মধ্যে ইন্টারনেট নিয়ে, বিশেষ করে শিশু বা কিশোর-কিশোরীদের হাতে ইন্টারনেটকে সহজলভ্য করে তোলায় ভয় আছে৷ অথচ এ মাধ্যমটির সঠিক ব্যবহার কিন্তু উপকারে আসতে পারে৷''

ডা. গাদ নিজেই এগিয়ে এসেছেন৷ ইউটিউবে নিজের একটি চ্যানেল তৈরি করে সেখানে যৌনতা, বয়ঃসন্ধি, স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্নের খোলামেলা উত্তর দিচ্ছেন তিনি৷

যৌনশিক্ষা নিয়ে আপনার কোনো কিছু জানার থাকলে ভিডিওটি দেখুন এবং সরাসরি প্রশ্ন করুন ডা. আলিয়া গাদকে৷

বন্ধু, আমাদের দেশেও কি এমন একটা অভিনব উদ্যোগের কথা আপনি কল্পনা করতে পারেন? লিখুন নীচের ঘরে৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান