1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন শিক্ষা ট্যাবু নয়

১২ নভেম্বর ২০১৫

বাংলাদেশে যৌন শিক্ষার প্রয়োজন রয়েছে আর তা স্কুলে এবং পরিবারেও, এমনটাই জানিয়েছেন বেশিরভাগ বন্ধু ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ তবে ভিন্ন মতও পোষন করেন কেউ কেউ৷

https://p.dw.com/p/1H4AP
Rumänien Sexualkunde Unterricht
ছবি: CPE

‘‘বর্তমানে তথ্য-প্রযুক্তির জামানা কাজেই সবাই মোটমুটি এসব বিষয় জানেন৷ তারপরও মা-বাবা তো আছেই, প্রাইমারি স্কুলের শিক্ষিকারা ও এ সম্মন্ধে ভূমিকা রাখতে পারেন৷'' এ মন্তব্য আমাদের ফেসবুক বন্ধু কামালউদ্দিন ভুঁইঞার৷

সুজায়েত তাজিম ইমন যৌন শিক্ষার ব্যাপারে সবচেয়ে আগে ধর্মশিক্ষার দিকেই গুরুত্ব দিয়ে তিনি লিখেছেন এভাবে, ‘‘ছোটবেলা থেকে বইপত্রে পড়েছি কিভাবে চরিত্র গঠন করতে হয়, তখনো ঠিক বুঝতে পারেনি চরিত্র গঠন আসলে কী? তারপরে যখন হাদিস-কোরআন পড়েছি, তখন সত্য কী আর সত্যের সাথে জীবন পরিচালনা করাই বা কী তা বুঝতে পেরেছি৷ মানুষের শরীর মন সবকিছু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে, আর এই পরিবর্তন মানুষকে পুরাতন থেকে নতুন কিছু শিক্ষা দেয়৷ জীবনে সব শিক্ষা বই পড়ে হয় না তাই কিছু শিক্ষা জীবন থেকে নিতে হয় আর জীবন যেখানে সৃষ্টিকর্তার হাতে তাই ধর্ম শিক্ষা সবার আগে প্রয়োজন৷''

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিরক্ত আরেকজন বন্ধু জানিয়েছেন, ‘‘শিশুদের শিক্ষাগ্রহণের অধিকার হচ্ছে মৌলিক অধিকার৷ শিশুদের যৌন শিক্ষার অধিকার নিয়ে বড় বড় কথা বলার কিছু নেই৷ যেখানে আমাদের পাঠ্যবইগুলোতে নৈতিক শিক্ষার উপরই জোর দেয়া হয় না, সেখানে যৌনশিক্ষার মতো বিষয় নিয়ে কথা বলা প্রশ্নের সৃষ্টি করে৷ নৈতিক শিক্ষাটা জরুরি৷''

মো. হাবিবুল্লাহ বয়ঃসন্ধি সম্পর্কে জোর না দিয়ে পাঠ্য-পু্স্তকের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন৷ তাহলেই নাকি দেশটা সভ্য হতো বলে তিনি মনে করেন৷

জাকির হোসেন অবশ্য পুরোপুরি অন্য কথা বলছেন৷ তাঁর ধারণা, যৌন শিক্ষা দিলে নাকি বাংলাদেশেও ওয়েস্টার্ন কালচারই হয়ে গেল৷

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো দরকার বলে মনে করেন বন্ধু জিনাত মহল মিশোর৷ তবে সেখানে যৌন শিক্ষা থাকা দরকার কিনা, সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি৷ আর জহিরুল ইসলাম মনে করেন, ‘‘যৌন শিক্ষায় সামাজিক বাঁধা বলতে কিছু নাই, মূল্যবোধ, ঐতিহ্য, সংস্কৃতি....এগুলো সম্পর্কে সজাগ থাকলেই হয়৷ একটা সমাজ বা দেশে চলমান অবস্থার বিপরীতে অতি আধুনিকতাও একটা গোড়ামি৷''

তবে আমাদের ফেসবুক বন্ধু নূর আলম যৌন শিক্ষা সম্পর্কে সরাসরি তাঁর মতামত না জানালেও আমাদের লেখা প্রতিবেদনগুলো তাঁর কাছে ভালো লেগেছে জানিয়েছেন৷ এ ব্যাপারে পাঠক জিনাত, জসিম খলিফাও বন্ধু নূর আলমের সাথে একমত৷

অন্যদিকে আল-আমিন লিখেছেন, বাংলাদেশে যৌনশিক্ষা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ৷ কথা কবিতাও তাই বলছেন৷

‘‘যৌন শিক্ষা বিষয়টা ট্যাবু নয়, এটাকে সাধারণ ভেবে নিয়ে এগিয়ে যেতে হবে৷'' – এই মন্তব্য ত্রিদিপ অধিকারীর৷ শফিকুজ্জামান মতে যৌন শিক্ষা বাংলাদেশের জন্য খুব দরকার৷

যৌন শিক্ষা বিষয়ক একটি প্রতিবেদনে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মতামত তুলে ধরা হয়েছে৷ তাঁদের মতামত পড়ে পাঠক মহসিন হাসান ডয়চে ভেলেকে লক্ষ্য করে লিখেছেন, ‘‘আমি সত্যিই হতাশ, আপনারা কি মনে করেন ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ বিষয়ে বিশেষজ্ঞ? তাছাড়া শুধু একটি মাত্র বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মতামত নেয়া হলো কেন?'' তাঁর মতে, ‘‘কমপক্ষে আরো দু-তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতামত নেওয়া উচিত ছিল৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান