1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রকিবুলের সঙ্গে চুক্তি বাতিল করল বিসিবি

২০ মার্চ ২০১০

আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা এবং পরবর্তীতে তা প্রত্যাহারের পরও রকিবুল হাসানের রক্ষা হলো না৷ তার সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷

https://p.dw.com/p/MXzZ
তিন মাস জাতীয় দলে দেখা যাবেনা রকিবুল হাসানকেছবি: AP

এছাড়া আগামী তিনমাস জাতীয় দলের সিলেকশন লিস্টে থাকছে না রকিবুলের নাম৷ এর অর্থ হচ্ছে তিন মাসের জন্য জাতীয় দল থেকে বহিষ্কার হলেন তিনি৷ তার বহিষ্কারের মেয়াদ শুরু হবে ১৯ মাচ থেকে ১৯ জুন পর্যন্ত৷ আগামী মে মাসে বাংলাদেশের ইংল্যান্ড সফরের সময়েও তিনি দলের বাইরে থাকবেন৷ শুক্রবার এ সিদ্ধান্ত নেয় বিসিবি৷ তবে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলবেন তরুণ এ ক্রিকেটার৷

ইংল্যান্ডের বিপক্ষে চলতি বেক্সিমকো কাপ টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েও টেস্ট শুরুর একদিন আগে আকস্মিকভাবে নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষে করার ঘোষণা দেন এই ডানহাতি ব্যাটসম্যান৷ তবে বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রকিবুলকে রাখা হয়নি বলে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর একদিন আগে দল থেকে হঠাৎ পদত্যাগ করেন৷ পরে অবশ্য নিজের পদত্যাগপত্র প্রত্যাহার করতে চিঠিও দিয়েছিলেন তিনি৷

উল্লেখ্য, এ মাসের ১০ তারিখ সকালে চট্টগ্রাম দলের অনুশীলন থেকে ফেরার পথে টিম বাসে সবাইকে চমকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন রকিবুল হাসান৷ এরপর ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি৷ সেখানে অবশ্য এর কারণ হিসাবে ‘ব্যক্তিগত সমস্যা'কেই কারণ হিসাবে দেখিয়ে ছিলেন রকিবুল৷

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭ টেস্ট ও ৪১টি ওয়ানডে খেলেছেন রকিবুল হাসান৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম