1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রজার এবং রাফা’র প্রতিদ্বন্দ্বিতায় নতুন রাউন্ড

১৬ মে ২০১০

সাংবাদিকরা নাম দিয়েছেন রজার এ্যান্ড রাফা শো৷ মানে রজার ফেডারার এবং রাফায়েল নাদাল৷ গতবছরের মাদ্রিদ ওপেন ফাইনালেরই পুনরাবৃত্তি৷

https://p.dw.com/p/NPMl
রজার, রাফা আবার মুখোমুখিছবি: AP

টেনিসের ইতিহাসে এ'ধরণের বৈরীতা হল কিংবদন্তীর উপাদান৷ একজনের বয়স ২৮, অন্যজনের ২৩৷ দু'জনের শেষ প্রতিযোগিতামূলক মোলাকাত বারো মাস আগে মাদ্রিদে, যখন ফেডারার নাদাল'কে ৬-৪, ৬-৪ গেমে হারান৷ সেখান থেকেই ফেডারারের একটা অদ্ভূত সাফল্যের পর্যায় শুরু হয়৷ ফেডারার অবশেষে রোল্যাঁ গারো'তে ফ্রেঞ্চ ওপেন জেতেন এবং তার পর ষষ্ঠ বারের জন্য উইম্বলডন৷

অপরদিকে নাদাল ২০০৯-এর মরশুমটা ভালোই শুরু করেছিলেন, অস্ট্রেলিয়ান ওপেনে একটি এপিক পাঁচ সেটের ম্যাচে ফেডারারকে হারিয়ে৷ তার পরে আর হাঁটুর চোটের জন্য বিশেষ সুবিধা করতে পারেননি, উম্বলডনের খেতাব তো ছাড়তে হয়েছেই, এমনকি বিশ্বতালিকায় পয়লা বাছাই-এর অবস্থানটিও পরম বৈরীকে ছেড়ে দিতে হয়েছে৷ কিন্তু মনে রাখা দরকার যে নাদাল বনাম ফেডারার মোলাকাতের সামগ্রিক ফলাফল হল ১৩-৭ এবং ক্লে'তে ৯-২, দু'টোই নাদালের পক্ষে৷ এবং এ'বছর নাদাল ১৪ বার ক্লে কোর্টে খেলেছেন এবং একবারও হারেননি৷

আজ সারা বিশ্ব জানতে পারবে দুই মহারথীর মধ্যে ব্যালান্স অফ পাওয়ার'টা এখন কি৷ ফেডারার তাঁর সাংবাদিক সম্মেলনে বলেছেন, তাঁদের এই প্রতিদ্বন্দ্বিতা টেনিসের পক্ষে উত্তেজনাময়৷ নাদাল হাসতে হাসতে বলেছেন, তিনি প্রতিশোধ নিতে চান না, তবে ফেডারারের সঙ্গে খেলার প্রেরণাটা একটু বিশেষ ধরণের৷ - নয়তো রাফা'র অপর একটি বড় চিন্তা হল, তাঁদের ম্যাচের ঠিক ৩০ মিনিট পরেই শুরু হবে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা'র খেলা, একেবারে খেতাবের লড়াই৷ এদিকে নাদাল আবার রিয়াল মাদ্রিদের ফ্যান৷ অর্থাৎ টেনিস বনাম ফুটবল দ্বন্দ্ব৷ তাই তিনি চান তাঁদের ম্যাচ চলার সময়ে অন্তত ফুটবলের স্কোরটা দেখানো হোক৷ বিশেষ করে সৌজন্য বলে একটা কথা আছে তো? রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো নাদালের সেমিফাইনালে সামনের সারিতে বসে ছিলেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক