1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রমজানের পর বিএনপির সরকার বিরোধী কর্মসূচি

১৮ আগস্ট ২০১০

রমজানের পর সরকার বিরোধী আন্দোলনে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি৷ এজন্য এখন তারা দলকে গুছিয়ে নিচ্ছে৷ দু'জন নেতা বলেছেন, বিএনপি ঘন ঘন হরতাল দিতে চায়না, হরতালের চেয়ে কার্যকর কোন কর্মসূচি দেবেন তারা৷

https://p.dw.com/p/OqJA
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

রমজানের পর সরকার বিরোধী আন্দোলনের ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চলতি মাসের শুরুতেই৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, এজন্য এখন দল গোছানোর প্রস্তুতি চলছে৷ রমজানের মধ্যেই ৭৫টি সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে৷ আর মিটিয়ে ফেলা হবে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের কোন্দল৷

স্থায়ী কমিটির আরেক সদস্য গায়েশ্বর চন্দ্র রায় জানান, দলে কোন্দল বা প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়৷ চলমান সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবেই এগুলোকে দেখা হচ্ছে৷ মওদুদ আহমেদ বলেন, ঘন ঘন হরতাল তারা দিতে চান না৷ তারা চান কার্যকর কোন কর্মসূচি দিতে যা হরতালের চেয়ে বেশী প্রতিক্রিয়ার সৃষ্টি করে৷ আর গায়েশ্বর চন্দ্র রায় বলেন,তারা এমন কর্মসূচি দেবেন যাতে দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে৷

সব মিলিয়ে রমজানের পর বিএনপি সরকার বিরোধী কর্মসূচি দেবে৷ যাতে এসব কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন