1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রহস্যজনক বাইসাইকেলের অন্তর্ধান?

১৭ মে ২০১৮

একটি ভিডিও নিয়ে পুলিশ মহল জুড়ে রীতিমতো ধুন্ধুমার শুরু হয়েছে৷ ভিডিওতে পরিষ্কার দেখা গেছে, একটি চার চাকার গাড়ি এক সাইকেল আরোহীকে চাপা দিয়েছে৷ অনুমান করা হচ্ছে, ঘটনাটা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম ফিলাডেলফিয়াতে ঘটেছে৷

https://p.dw.com/p/2xqih
Berufspendler unterwegs
ছবি: picture-alliance/dpa/C. Klose

টুইটারে এই ভিডিও যে যথেষ্ট সাড়া ফেলেছে, তাতে সন্দেহ নেই৷ ইতিমধ্যে সেটি ৩ লাখ ৩৩ হাজার বার দেখাও হয়ে গিয়েছে৷ গাড়ির চালক সাইকেল আরোহীকে কিছু অবজ্ঞাসূচক শব্দে সম্বোধন করার পরেই তাকে গাড়ি চাপা দেয়৷

পুলিশ এখন রীতিমতো তদন্ত শুরু করে দিয়েছে, কিন্তু সকলেরই একটাই প্রশ্ন ব্যাপারটা আদৌ সত্যি কিনা? পুলিশ মহলে ইতিমধ্যে এই জাতীয় কোনো অভিযোগও জমা পড়েনি৷ আবার হাসপাতালেও কোনো সাইকেল আরোহী ভর্তি হয়নি৷ কাজেই ঘটনার সত্যতা যাচাই করতে প্রশ্ন তুলতে হয় বৈকি!

ফিলাডেলফিয়া পুলিশের তরফে লেফটেনেন্ট জন ওয়াকার জানালেন, ‘‘সমস্যাটা সোশ্যাল মিডিয়ানিয়ে৷ এখানে যে কেউ যা খুশি পোস্ট করতে পারেন৷ এবং পুরো ব্যাপারটা দর্শকের উপর ছেড়ে দেওয়া হয়৷ দর্শক নিজের মতো ভেবে নিতে পারবেন৷ এই দুর্ঘটনাটা আদতে ঘটেছে কিনা সেটাই বড় প্রশ্ন৷''

টুইটারে এই ভিডিও ভাইরাল হওয়ার পর অ্যাকশন নিউজ এটি নিয়ে খবর করে৷ যিনি এটি টুইটারে পোস্ট করেছেন, তিনি অ্যাকশন নিউজকে জানিয়েছেন, ‘‘ঘটনাটা ঘটেছে মিয়ামিতে৷ পুলিশ এবং আরও অনেকে ভেবেছে এটা আমি, কারণ আমি এটা টুইটারে পোস্ট করেছি৷'' 

এদিকে দক্ষিণ পশ্চিম ফিলাডেলফিয়ার বাসিন্দারা এলাকাটা চিহ্নিত করতে পারছেন৷ কিন্তু তাঁরা অনেকেই ভিডিওর যথার্থতা নিয়ে সন্দিহান৷ কিন্তু শহরের সাইকেল আরোহী গোষ্ঠী ব্যাপারটাকে গুরুতর মনে করছেন৷ এ ধরনের ব্যাপার যদি নাও ঘটে থাকে, তবে সেটা নিয়ে এমন ঠাট্টা করাও ঠিক না৷ ব্যাপারটা মানুষের জীবনহানির সঙ্গে জড়িত৷ কাজেই ঠাট্টা করা অনুচিত৷

গত সপ্তাহে স্প্রিং গার্ডেনে এমন একজন সাইকেল আরোহী একটি এসইউভি গাড়িতে চাপা পড়েছিলেন, তারপর এমন ঘটনা উদ্বেগের তো বটেই!

আপাতত যাই হোক, পুলিশ তদন্ত করছে৷ ভিডিও সত্যি হলে তারা অপরাধীকে ছেড়ে কথা বলবে না মোটেই!

পিএস/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান