1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাউলের জোড়া গোলে ঘুরে দাঁড়াল শালকে

৬ নভেম্বর ২০১০

সাবেক স্প্যানিশ তারকা রাউলের জোড়া গোলে বুন্ডেসলিগার চলতি মৌসুমে দ্বিতীয় জয় পেল শালকে৷ জাঙ্কট পাউলিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার সর্বনিম্ন স্তর থেকে নিজেদের দুই ধাপ উপরে তুলতে সক্ষম হলো শালকে৷

https://p.dw.com/p/Q0VK
গোল করার পর রাউলছবি: AP

গত মৌসুমে রানার্স-আপ পর্যন্ত হয়েছিল শালকে৷ কিন্তু চলতি মৌসুমটা একেবারেই খারাপ যাচ্ছে তাদের৷ দশটি খেলায় জয় পেয়েছে মাত্র দু'টি৷ এ পর্যন্ত সংগ্রহ ৯ পয়েন্ট৷ অবস্থান ১৫ এর ঘরে৷ সাবেক রেয়াল মাদ্রিদ তারকা রাউলকে নিয়েও যেন তাল পাচ্ছিলেন না কোচ ফেলিক্স মাগাথ৷ গত জুলাইতে দু'বছরের চুক্তিতে শালকে'তে যোগ দেন রাউল৷ কিন্তু গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে হাপেল তেলআভিভের বিরুদ্ধে জোড়া গোল করার পর আর কোন গোলের দেখা মিলছিল না তাঁর ভাগ্যে৷ শেষ পর্যন্ত জাঙ্কট পাউলির বিরুদ্ধে খাতা খুলে একটু স্বস্তি এনেছেন শালকের ভক্তদের মনে৷

জাঙ্কট পাউলির বিরুদ্ধে রাউল প্রথম গোলটি করেন ১৪ মিনিটে৷ দ্বিতীয় গোলটি হয় ৫৩ মিনিটে৷ সেটিও করেন রেয়াল মাদ্রিদে রাউলের সাবেক সতীর্থ ক্লাস-ইয়ান হুন্টেলার৷ খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে তৃতীয় গোলটি আসে রাউলের পা থেকে৷ কোচ মাগাথের অভিব্যক্তি, ‘‘নিজেদের মাঠে এই জয় অনেকটা স্বস্তি এনে দিয়েছে৷ রাউলের প্রতি আমি খুব খুশি৷ দু'টি গোল করে সেও দেখিয়ে দিয়েছে যে, হুন্টেলারের পাশাপাশি সেও ভালো খেলতে পারে৷''

সাবেক সহজুটি হুন্টেলারও প্রশংসা করলেন রাউলের৷ বললেন, ‘‘আমি মনে করি সে আজকে দেখাতে পেরেছে যে, গোলের সামনে সেও ভয়ংকর হতে পারে৷'' শালকের কাছে এমনভাবে হারলেও ১৩ পয়েন্ট নিয়ে জাঙ্কট পাউলির জায়গা পয়েন্ট তালিকার ১৩'র ঘরে৷ তবুও এই হারের পর ভীষণ হতাশ গোলরক্ষক থমাস কেসলার৷ বললেন, ‘‘বুন্ডেসলিগায় আমরা শুধু খেলার জন্য আসিনি৷ আমরা প্রতিযোগিতা করতে চাই৷ আমাদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে এবং পরের খেলার দিকে আরো বেশি মনোযোগী হতে হবে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম