1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাঙামাটিতে দুই পাহাড়ি গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ, নিহত ৫

২১ জানুয়ারি ২০১১

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষের দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে অন্তত ৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/100MH
Chittagong Hill Tracts
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামছবি: DW / Golam Mustofa Sarowar

শুক্রবার ভোর ৪টার দিকে জুড়াছড়ি উপজেলার দুর্গম মৈদং ইউপির বস্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা এবং বাংলাভিশন জানিয়েছে৷ এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ হয় বলে জানা গেছে৷

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সজীব চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুক্তিবিরোধী ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা ভোরে অতর্কিতে জনসংহতির সদস্য এবং গ্রামবাসীর ওপর হামলা চালায়৷ এতে পাঁচজন নিহত হয়েছে বলে তিনি দাবি করেন তিনি৷ তবে সরকারি কোন সূত্র থেকে হতাহতের বিষয়ে নিশ্চিত করে কোন কিছু জানানো হয়নি৷ ইউপিডেএফের কাছ থেকেও এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি৷

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শনে গেছেন৷ রাঙ্গামাটির পুলিশ সুপার মাসুদুল হক এ কথা সাংবাদিকদের জানিয়েছেন৷

জুড়াছড়ি উপজেলার নিয়ন্ত্রণ নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল৷ গত দুই মাসে উভয় পক্ষে ছয়বার সংঘর্ষ হয়৷ এতে অন্তত ১৪ জন নিহত হন৷ সরকারের সঙ্গে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তিচুক্তি সই করে জনসংহতি সমিতি৷ এর মাধ্যমে সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ দুই যুগের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হলেও চুক্তির দুই পক্ষের মধ্যে রোষ ক্রমেই বাড়ছে৷ প্রায়ই সেখান থেকে অপহরণ, হত্যা, গুম ও সংঘর্ষের খবর আসছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়