1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতি ছেড়ে তালেবান হবার হুমকি কারজাইয়ের

৬ এপ্রিল ২০১০

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গত কয়েকদিন ধরে তাঁর দেশের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপ নিয়ে উত্তেজনাকর মন্তব্য করে আসছেন৷ এবার তিনি রাজনীতি ছেড়ে নিজেই তালেবানের সঙ্গে যুক্ত হবার হুমকি দিলেন৷

https://p.dw.com/p/Mno9
হামিদ কারজাইছবি: AP

দেশটির বেশ কয়েকজন সাংসদ বলছেন, পশ্চিমা বিশ্ব যদি আফগানিস্তানে সরকার পরিচালনায় সংস্কার আনার বিষয়ে চাপ অব্যাহত রাখে, তাহলে প্রেসিডেন্ট কারজাই রাজনীতি ছেড়ে দিয়ে তালেবানের সঙ্গে যুক্ত হবেন বলে তাঁদেরকে জানিয়েছেন৷ শনিবার কয়েকজন সাংসদের সঙ্গে এক গোপন বৈঠকের সময় কারজাই এই হুমকি দেন বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে৷

তবে অ্যামেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল কারজাইয়ের এধরণের হুমকির কারণ হিসেবে অন্য একটি বিষয়ের কথা উল্লেখ করেছে৷ মার্কিন ঐ দৈনিকের মতে, আফগান সাংসদরা যদি কারজাইয়ের নির্বাচন কমিশন সংস্কারকে সমর্থন না করেন, তাহলে তিনি তালেবানের সঙ্গে যুক্ত হবেন বলে হুমকি দেন৷ উল্লেখ্য, জাতিসংঘের কাছ থেকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট কারজাই৷

Robert Gibbs Bildergalerie Kabinett
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবসছবি: AP

এদিকে কান্দাহারে বিবিসি'র সঙ্গে এক সাক্ষাত্কারে কারজাই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার করা তাঁর মন্তব্য পুরোটাই সত্য বলে জানিয়েছেন৷ ঐ মন্তব্যে তিনি বলেছিলেন, নির্বাচনে যে কারচুপি হয়েছিল তার সঙ্গে পশ্চিমা কূটনীতিকরা জড়িত ছিলেন৷ তবে এবার সাক্ষাত্কারে তিনি যুক্তরাষ্ট্র কারচুপিতে জড়িত ছিল বলে জানান৷ কারজাই বলেন, ‘‘নির্বাচন নিয়ে আমি যা বলেছি তা পুরোটাই সত্য৷ আমি আবার সে বিষয়গুলো উল্লেখ করতে চাই না৷ তবে সেগুলো ছিল পুরোপুরি সত্য৷ যুক্তরাষ্ট্র কারচুপির সঙ্গে যুক্ত ছিল৷’’

এরপরও অ্যামেরিকাসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে কারজাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে যেতে চান৷ কারণ, এতে উভয় পক্ষই লাভবান হবে বলে তিনি মনে করেন৷ কারজাই বলেন, ‘‘আমাদের দেশ দরিদ্র হতে পারে, তবে আফগানিস্তান একটি স্বাধীন রাষ্ট্র, যার একটি সমৃদ্ধ ইতিহাস আছে৷''

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস কারজাইয়ের মন্তব্য সত্য নয় বলে জানিয়েছেন৷ তিনি বলেন, তাঁর এ ধরণের বক্তব্য ‘অস্বস্তিকর'৷ তবে গিবস বলেন, কারজাইয়ের এমন মন্তব্যের পরও এখনো পর্যন্ত আগামী মাসে তাঁর ওয়াশিংটন সফরের বিষয়টি নির্ধারিত আছে৷

উল্লেখ্য, কান্দাহারে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রস্তাবিত অভিযানের ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দের সমর্থন আদায় করতে প্রেসিডেন্ট কারজাই অঞ্চলটি সফরে যান৷ সেখানে তিনি বলেন, স্থানীয়দের সমর্থন ছাড়া কান্দাহারে কোনো অভিযান শুরু করার অনুমতি দেয়া হবে না৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : অরুণ শঙ্কর চৌধুরী