1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক হানাহানি বাড়ছে পশ্চিমবঙ্গে, অসন্তুষ্ট কেন্দ্র

৫ এপ্রিল ২০১০

পশ্চিমবঙ্গে লাগাতার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকার৷ শনিবার রাতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠকেই, এ ব্যাপারে কেন্দ্রের উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

https://p.dw.com/p/MnCD
পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে অসন্তুষ্ট কেন্দ্র সরকারছবি: AP

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম শেষমুহূর্তে তাঁর বর্ধমান সফর বাতিল করলেও পশ্চিমবঙ্গে সম্প্রতি রাজনৈতিক হানাহানি বেড়ে যাওয়ার অভিযোগকে তিনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন৷ রবিবার লালগড়ে সাংবাদিকদের চিদম্বরম নিজেই এ কথা জানালেন৷ বললেন, শনিবার রাতে মহাকরণে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর যে বৈঠক হয়েছে, সেখানে এই রাজনৈতিক সংঘর্ষ নিয়েও তাঁদের কথা হয়৷ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যে আদৌ সন্তুষ্ট নয়, সেকথা তিনি সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে৷ এই সংঘর্ষ বন্ধের দায়িত্ব রাজ্য সরকারেরই, রোববার লালগড়ে বলেন চিদম্বরম৷

মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন গ্রিন হান্ট শুরু হওয়ার পর পরিস্থিতির খতিয়ান নিতে এই প্রথম লালগড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানে তিনি নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনিক কর্তাদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন৷ বুঝতে চেষ্টা করেন, মাওবাদীদের পিছনে জন সমর্থন রয়েছে কিনা৷ পরে সাংবাদিকদের চিদম্বরম জানান, মানুষের উন্নয়নে আন্দোলন নয়, মাওবাদীরা খুনের রাজনীতি করছে৷ সাধারণ মানুষও সেটা বোঝেন৷ কাজেই অপারেশন গ্রিন হান্ট আরও জোরদার হবে৷ তবে মাওবাদী দমনে সেনা নামানোর কোনও ভাবনা সরকারের নেই৷

Palaniappan Chidambaram Innenminister Indien
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমছবি: AP

মাওবাদী সমস্যা সমাধানে রাজ্য সরকারেরও যে দায়-দায়িত্ব থেকে যায়, সে কথাও এদিন মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ একদিকে মাওবাদী সন্ত্রাস, অন্যদিকে নিরাপত্তার বাড়াবাড়িতে জঙ্গলমহলের সাধারণ মানুষের দুর্দশা যে বাড়ছে, রাজ্য সরকারের কাছে সেই খবর তিনি পৌঁছে দেবেন বলে এদিন লালগড়ের মানুষকে জানিয়ে এসেছেন চিদম্বরম৷ আবার সেকথা নিজেই সাংবাদিকদের জানিয়ে বোঝাতে চেয়েছেন, রাজ্য প্রশাসন মানুষের সেই খেয়াল রাখতেও ব্যর্থ হয়েছে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, অত্যন্ত কম বলেছেন চিদম্বরম৷ তাঁর আরও কড়া ভাষায় বলা উচিত ছিল৷

প্রতিবেদন- শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়