1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজাপাকসে আগামীকাল যাচ্ছেন ভারত সফরে

৭ জুন ২০১০

শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে আগামীকাল মঙ্গলবার ভারত সফর করতে যাচ্ছেন৷ তিনদিনের এই সফলে তিনি ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে দেখা করবেন৷

https://p.dw.com/p/Njmv
শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেছবি: AP

তবে তার এই সফর নিয়ে ইতিমধ্যে বিতর্কের তৈরি হয়েছে৷ এর কারণ দুই দেশের মধ্যে সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি৷ শ্রীলংকার প্রেসিডেন্টের ভারত সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে৷ এই চুক্তির ব্যাপারে সানডে টাইমস এর খবর, কেবল অর্থনৈতিক সহযোগিতা নয়, এর বাইরের আরও বেশ কিছু বিষয় থাকছে এই চুক্তিতে৷ তবে এই চুক্তির বিরোধীতা করছে শ্রীলংকার বিরোধী দল এমনকি সরকারি দলের অনেকেও৷ তাদের অভিযোগ, এর মাধ্যমে ভারতকে শ্রীলংকা সেবা খাতে প্রবেশের সুযোগ দেওয়া হবে, যা শ্রীলংকার জন্য ভালো হবে না৷ উল্লেখ্য, ভারত ইতিমধ্যেই শ্রীলংকার যুদ্ধ বিধ্বস্ত উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা পুনর্নির্মাণ ও বিমান বন্দর মেরামতের কাজ পেয়েছে৷ এছাড়া উত্তরপূর্বাঞ্চলের কয়লা থেকে জ্বালানি তৈরি প্রকল্পেও কাজ করছে ভারত৷

এদিকে, ভারতের পাশাপাশি চীনকেও পুনর্গঠন কাজে অংশীদার হিসেবে পেতে আগ্রহী রাজাপাকসের সরকার৷ তাই আগামী বৃহস্পতিবার চীনের উপ প্রধানমন্ত্রী ঝাং ডেজিয়াং এর নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল শ্রীলংকা সফর করবে৷ মনে করা হচ্ছে, চীন শ্রীলংকা সরকারকে ২০ কোটি ডলার ঋণ দিতে রাজি হবে৷ এই অর্থ দিয়ে দক্ষিণাঞ্চলে দ্বিতীয় আন্তর্জাতিক বিমান বন্দর তৈরি করা হবে৷ এছাড়া রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চীনের কাছ থেকে আরও ১০ কোটি ডলার ঋণের আশা করছে শ্রীলংকার সরকার৷ উল্লেখ্য, তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধে ভারত এবং চীন উভয়েই রাজাপাকসের প্রতি সমর্থন জানিয়েছিল৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার