1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনে স্থিতিশীলতা নিয়ে দুশ্চিন্তা

৪ অক্টোবর ২০১৭

স্পেনের কাটালুনিয়া রাজ্যে ‘অবৈধ' গণভোটের জের ধরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে৷ একদিকে স্বাধীনতাপন্থিরা গণভোটের রায় কার্যকর করার উপর জোর দিচ্ছে, অন্যদিকে স্পেনের ফেডারেল সরকার স্বাধীনতার বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে৷

https://p.dw.com/p/2lAac
স্পেনের রাজা ফেলিপে কাটালুনিয়া সংকটের মুখে ভাষণ দিলেন
ছবি: Reuters/F.Gomez

কাটালুনিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী কারলেস পুজেমন বিবিসি-র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হবে৷ চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই এমন একতরফা সিদ্ধান্ত কার্যকর করার ইঙ্গিত দেন তিনি৷ উল্লেখ্য, স্পেনের ফেডারেল সরকার ও সাংবিধানিক আদালত সপ্তাহান্তের গণভোটকে অবৈধ ও বেআইনি হিসেবে নস্যাৎ করে দিয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নও এই গণভোটের রায় মানতে নারাজ৷

এদিকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে স্বয়ং কর্তৃপক্ষের উদ্দেশ্যে সংবিধান অনুযায়ী নিয়মকানুন প্রয়োগ করার ডাক দিয়েছেন৷ এতকাল দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার আহ্বান জানিয়ে আসছিলেন তিনি৷ এবার স্বভাবসিদ্ধ সংযম বর্জন করে রাজা ফেলিপে স্বাধীনতাকামীদের আচরণের তীব্র সমালোচনা করেছেন৷ ফেলিপে বলেন, দায়িত্বজ্ঞানহীন আচরণের মাধ্যমে তারা কাটালুনিয়া ও স্পেনের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিপন্ন করছে৷ এই অবস্থায় বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে সাংবিধানিক ব্যবস্থা প্রয়োগ করতে হবে বলে তিনি মনে করেন৷

রাজার ভাষণকে কেন্দ্র করে বিতর্ক আরও বেড়ে গেছে৷ তাঁর এমন কড়া বার্তার কারণে বিশেষ করে কাটালুনিয়ার অনেক মানুষ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন৷ গণভোটের দিন স্পেনের ফেডারেল পুলিশের হিংসাত্মক পদক্ষেপের কোনো উল্লেখ না করায় ফেলিপের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে৷ মঙ্গলবারও বার্সেলোনা শহরে হাজার হাজার মানুষ ফেডারেল পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন৷ ‘দখলদারী বাহিনী' হিসেবে তাদের অঞ্চল ছেড়ে চলে যাবার দাবি করছেন তাঁরা৷

এই অবস্থায় অরাজকতার আশঙ্কা করছে স্পেনের কিছু পুলিশ ইউনিয়ন ও রাজনৈতিক বিশেষজ্ঞ৷ ফেডারেল সরকার কোনো বোঝাপড়া ছাড়াই কাটালুনিয়া অঞ্চলের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে বলে তাঁদের ধারণা৷

এসবি/জেডএইচ (এএফপি, ডিপিএ)