1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাফায়েল নাদালের শ্রেষ্ঠত্ব প্রশ্নের মুখে!

২ অক্টোবর ২০১০

রাফায়েল নাদাল নাকি রজার ফেদেরার, কে সেরা? ব়্যাংকিক বলছে নাদাল৷ হয়তো সেটাই সত্যি৷ কিন্তু সাম্প্রতিক এক গবেষণার ফল শুনলে আপনি হয়তো নাদালের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুললেও তুলতে পারেন৷

https://p.dw.com/p/PSnp
বল মারার সময় জোরে শব্দ করেন নাদালছবি: AP

গবেষণার ফল বলছে, কোনো কোনো খেলোয়াড় বলে শট নেয়ার সময় মুখে এত জোরে শব্দ করেন যেটা প্রতিপক্ষের ওপর বিরূপ প্রভাব ফেলে৷ যেমন একজন খেলোয়াড় শট নেয়ার সময় ব়্যাকেটের সঙ্গে বলের সংস্পর্শে যে শব্দ তৈরি হয় সেটা যাচাই করে প্রতিপক্ষ খেলোয়াড় বলের স্পিন ও গতি বোঝার চেষ্টা করেন৷ তাই শট নেয়ার সময় গোঙানির মতো শব্দ করলে প্রতিপক্ষ খেলোয়াড়টি ব়্যাকেট-বলের শব্দটা ঠিকমত বুঝতে পারেন না৷

এছাড়া গবেষণা বলছে, এধরণের শব্দের কারণে ৮০ কিলোমিটার বেগে চলা টেনিস বল প্রতিপক্ষের কাছে যতটা হওয়া উচিত ছিল তার চেয়ে দুই ফুট কাছে মনে হতে পারে৷

এসব তথ্য বেরিয়ে এসেছে যে গবেষণা থেকে সেটা করা হয়েছে ক্যানাডার ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটিতে৷ সেখানকার পোস্ট-ডক্টরেট ফেলো স্কট সিনেটের নেতৃত্বে একটি গবেষণা দল এই কাজটি করেছেন৷

এবার আসি কেন প্রথমে নাদালের নাম নিয়ে এসেছিলাম৷ কারণ গবেষক দল তাদের পরীক্ষার জন্য যে দুজন খেলোয়াড়ের গোঙানি ব্যবহার করেছেন তাদের মধ্যে একজন হলেন নাদাল৷ আর দ্বিতীয়জন মারিয়া শারাপোভা৷

নয়বারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন মার্টিনা নাভ্রাতিলোভা এই ধরণের শব্দ করাকে ‘প্রতারণা' বলেছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী