1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাবণ’কে ঘিরে মণি রত্নমের প্রত্যাশা

১৬ জুন ২০১০

আর মাত্র দুই দিন, তারপরেই মুক্তি পাচ্ছে মণি রত্নমের নতুন ছবি ‘রাবণ’৷ ছবিতে এ যুগের রাবণ চরিত্রে আছেন অভিষেক বচ্চন, সীতার চরিত্রে ঐশ্বর্য রাই বচ্চন ও রাম চরিত্রে দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক বিক্রম৷

https://p.dw.com/p/NrnH
রাবণ ছবিতে রয়েছেন অভিষেক ও ঐশ্বর্যছবি: picture-alliance/ dpa

ছবিটা হিন্দি ও তামিল দুই ভাষায় নির্মিত হয়েছে৷ ঐশ্বর্য দুই ছবিরই নায়িকা৷ তবে রাম এবং রাবণের ভূমিকায় নেয়া হয়েছে দুই তামিল অভিনেতাকে৷

ঐশ্বর্য এবং অভিষেক বচ্চন অভিনীত ছবিটি কি বক্স অফিস হিট করবে? প্রশ্নের উত্তরের জন্য একটু অপেক্ষা করুন৷

যাহোক, মুক্তির প্রাক্কালে রাবণের পরিচালক এক সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে৷ সেখানে তিনি বলেছেন, তাঁর পরিচালিত প্রতিটি ছবি মুক্তির আগে তাঁর অনুভূতি হয়, সেই প্রথম ছবি মুক্তির সময়ের মতো৷ একই ধরণের উত্তেজনা জাগে তাঁর মনে৷ তিনি বললেন, অন্যদের মতো ছবি নিয়ে বড় আশা আমার কখনো থাকে না৷ আমি কেবল চাই, আমার কাজটি ভালো হয়েছে কি না, তা জানতে৷ আমার কাজ নিয়ে প্রথম ছবিটি মুক্তির আগে আমার মনের যে অবস্থা ছিল, এখনো ঠিক একই অবস্থা বিরাজ করে আমার মধ্যে৷

৫৪ বছর বয়স্ক এই তামিল পরিচালকের ঝুড়িতে রয়েছে অসাধারণ সব ব্যবসা সফল চলচ্চিত্র৷ এগুলোর মধ্যে নাম করা যায় ‘রোজা', ‘দিল সে', ‘গুরু' ইত্যাদি৷

তামিল ভাষী এই পরিচালককে কি হিন্দি ছবি বানাতে গিয়ে কোন সমস্যার মুখোমুখি হতে হয় না? প্রশ্নের উত্তরে মণি রত্নমের কথা হচ্ছে, আমি চিত্রনাট্যের বিষয়টির প্রতি যথেষ্ট জোর দিই৷ যখন হিন্দি শব্দের কোন বিষয়ে আমার বোঝার ভুল হয়, আমি কথা বলি কাহিনী লেখকের সঙ্গে, অভিনেতা অভিনেত্রীর সঙ্গে৷ সকলে মিলে নেয়া হয় সিদ্ধান্ত৷ গ্রুপ ওয়ার্ক বলে কথা!

রাবণের বিষয়ে বললেন, আমি একটু খুঁতখুঁতে ধরণের লোক৷ সবচেয়ে ভালো ফল যতক্ষণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমার মন ভরে না৷ আমি আমার ভালো কাজটিই দশর্কদের জন্য উপহার দেবার চেষ্টা করেছি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন