1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন – জানাল অক্টোপাস পল

১৭ জুলাই ২০১০

বিশ্বকাপ ফুটবলের ডামাডোল থেমে গেছে৷ কিন্তু অক্টোপাস পল’কে নিয়ে মাতামাতি যেন থামছেই না৷ এইতো মাত্র দু’দিনেই পল’কে নিয়ে ঘটে গেল কত ঘটনা৷ এক এক করে বলছি সব৷

https://p.dw.com/p/ONvW
পল’কে কিনতে চায় স্পেনছবি: AP

প্রথম ঘটনাটি হলো, পল'কে কিনতে চায় স্পেন৷ কারণ স্পেন নতুন বিশ্বচ্যাম্পিয়ন হচ্ছে — এই খবরতো সবার আগে দিয়েছিল পল৷ এজন্য যত টাকা প্রয়োজন দিতে রাজি মাদ্রিদ চিড়িয়াখানা৷ কিন্তু পল'এর বাসার মালিক জার্মানির ওবারহাউজেনের সী লাইফ অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ তাদের তারকা সদস্যকে বেচতে রাজি নয়৷

এবার পল'কে নিয়ে গাঁথা গানের খবর৷ পেরি গ্রিপ নামের এক অখ্যাত গান লেখক এখন বিখ্যাত হয়ে গেলেন পলের সুবাদে৷ পলকে নিয়ে লেখা গ্রিপের থীম সং এখন ইউটিউবের অন্যতম প্রধান আকর্ষণ৷ মাত্র গতকালই ইউটিউবে প্রকাশ করা হয় ‘পল, দ্য অক্টোপাস, উই লাভ ইউ...' গানটি৷ শুনতে চাইলে চলে যান www.youtube.com/watch?v=Cx2TphG9XU0 এই লিংকে৷ প্রথম দিনেই প্রায় পাঁচ লক্ষবার দেখা হয়েছে গানটি৷ আর এই সুবাদে পেরি গ্রিপের অন্য গানগুলোর প্রতিও দর্শকদের আগ্রহ দেখা দেয়৷ ফলে রাতারাতিই বিখ্যাত বনে যান গ্রিপ৷

এবার একটু অন্য খবর৷ খেলার মাঠ থেকে এবার রাজনীতির মাঠে পল৷ রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন-- এখনই বলে দিয়েছে পল! রাশিয়ার অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা পলকে দিয়ে এই নির্বাচনের কাজটি করেছে৷ এজন্য তারা তাদের এক প্রতিবেদককে পাঠিয়েছে ঐ অ্যাকোয়ারিয়ামে৷ এছাড়া পলের একটি ‘সাক্ষাৎকার'ও ছেপেছে পত্রিকাটি৷ তবে এই সাক্ষাৎকার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি৷ ২০১২ সালে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে৷ পল কাকে প্রেসিডেন্ট বানালো তা জানা যাবে সেবছরই৷ কারণ পত্রিকাটি এখনই পলের ভবিষ্যদ্বাণী প্রকাশ করতে রাজি নয়৷

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন থেকে এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচন৷ সবে ঘোষিত হলো নির্বাচনের তারিখ৷ আগামী মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হবে তা৷ এজন্য পলকে দেখে উৎসাহিত হয়ে অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড ‘ক্যাসেন্ড্রা' নামের একটি অক্টোপাসকে বেছে নিয়েছে৷ তাকে দিয়ে করিয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন৷ ক্যাসেন্ড্রা বলছে, বর্তমান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড'ই জিততে যাচ্ছেন ঐ নির্বাচন৷ পত্রিকাটির আশা ক্যাসেন্ড্রা পল'এর প্রতিদ্বন্দ্বী হতে পারবে৷ দেখা যাক, ক্যাসেন্ড্রা প্রথম পরীক্ষায় পাশ করে কিনা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন