1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন বিলে ক্ষুব্ধ ইউরোপ

১৬ জুন ২০১৭

যুক্তরাষ্ট্রের সেনেটের একটি বিলে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জোরদার করার ব্যবস্থা করা হচ্ছে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আশঙ্কা করছেন, এর ফলে রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস আসা ব্যাহত হবে৷

https://p.dw.com/p/2enzP
Angela Merkel PK Klimaabkommen
ছবি: Reuters/F.Bensch

বিলটি সেনেটে ৯৮-২ ভোটে অনুমোদিত হবার পর এখন তা গেছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েল ও অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান ক্যার্ন বলেছেন, এই বিলের ফলে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হবে ও প্রাকৃতিক গ্যাসের মার্কিন সরবরাহকারীরা সুবিধা পাবে৷ 

রাশিয়া থেকে বালটিক সাগর হয়ে জার্মানিতে সরাসরি প্রাকৃতিক গ্যাস আনার ‘নর্ড স্ট্রিম ২' পাইপলাইন প্রকল্পটির উপর এই বিলের প্রভাব পড়তে পারে৷ এ আশঙ্কা থেকেই জার্মানি ও অস্ট্রিয়ার এই অসন্তোষ৷ 

ঐ পাইপলাইন প্রকল্পে রাশিয়ার গ্যাজপ্রম ও ইউরোপের বিভিন্ন জ্বালানি সংস্থা তাদের মধ্যে জার্মানির ভিন্টারশাল ও অস্ট্রিয়ার ওএমভি কোম্পানি সংশ্লিষ্ট৷

‘‘ইউরোপের জ্বালানি সরবরাহ ইউরোপের ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কোনো সম্পর্কে নেই!'' – লিখেছেন গাব্রিয়েল ও ক্যার্ন৷

যুক্তরাষ্ট্রেও কর্মরত ইউরোপীয় কোম্পানিগুলিকে তারা ‘নর্ড স্ট্রিম ২' প্রকল্পে অংশ নিলে শাস্তিমূলক ব্যবস্থার ভয় দেখানো হয়েছে, যা ‘ইউরোপীয়-মার্কিন সম্পর্কে একটি সম্পূর্ণ নতুন ও অতীব নেতিবাচক মাত্রা আনছে' বলে মন্তব্য করেছেন দুই রাজনীতিক৷

‘‘লক্ষণীয় অকপটতার সঙ্গে বিলটিতে তার সারমর্ম বর্ণনা করা হয়েছে: যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রয় ও ইউরোপের বাজার থেকে রুশ প্রাকৃতিক গ্যাসকে ধীরে ধীরে বহিষ্কার করা,'' লিখেছেন ক্যার্ন ও গাব্রিয়েল৷ প্রসঙ্গত, গাব্রিয়েল ইতিপূর্বে বার্লিনের জোট সরকারের অর্থনীতি মন্ত্রী ছিলেন৷

দু'বছর আগে ইউরোপের বালটিক দেশগুলি ‘নর্ড স্ট্রিম ২' প্রকল্প সম্পর্কে সংশয় প্রকাশ করে, কেননা, ঐ পাইপলাইন সমুদ্রবক্ষে বসানো হবে ও বালটিক দেশগুলির রাজ্যাঞ্চলের ভিতর দিয়ে যাবে না৷

ট্রাম্প ও রাশিয়াকে নিরস্ত করাই এই বিলের উদ্দেশ্য?

সেনেটে যে দুই সেনেটর এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন তাঁরা হলেন, রিপাবলিকান ব়্যান্ড পল ও স্বতন্ত্র বার্নি স্যান্ডার্স৷ সূচনায় বিলটি উত্থাপন করা হয় ইরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা আরোপের উদ্দেশ্যে৷ কিন্তু শেষমেশ তাতে উভয় দলের অনুমোদিত রাশিয়া সংক্রান্ত সংশোধনটি যোগ করা হয়৷  

সেনেটের সর্বোচ্চ ডেমোক্র্যাট চাক শুমার বলেছেন, ‘রাশিয়াকে আমাদের নির্বাচনে নাক গলানো' থেকে নিরস্ত করা এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিথিল করতে চান, সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মার্কিন কংগ্রেসের হাতে রাখা ছিল এই সংযোজনের উদ্দেশ্য৷

‘‘যে কারণেই হোক, প্রেসিডেন্ট এককভাবে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে পারেন, এই ধারণাটা এই আইনের ফলে বানচাল হলো,'' বলেছেন শুমার৷

‘‘আজ মার্কিন সেনেট বিদেশ নীতির ক্ষেত্রে তার দায়িত্ব জাহির করেছে,'' বলেছেন সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বব কর্কার৷

হোয়াইট হাউস পরে একটি বিবৃতিতে বলেছে যে, রাশিয়ার বিরুদ্ধে চলতি শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট কার্যকরি হচ্ছে৷

আইন হতে অনেক বাকি

রুশ অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ এই বিলের প্রকোপে পড়বে, যেমন, খনিজ সম্পদ, শিপিং অথবা রেলওয়ে৷ রুশ সরকারের হয়ে যে সব হ্যাকার সাইবার আক্রমণ চালিয়েছে, তাদেরও শাস্তি দেওয়া হবে৷ বিল আইনে পরিণত হওয়ার আগে তা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে অনুমোদিত ও প্রেসিডেন্ট ট্রাম্প কর্ত্তৃক স্বাক্ষরিত হতে হবে৷

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং তেহরানের বিপ্লবী রক্ষীবাহিনীর বিরুদ্ধে মার্কিন সেনেটের এই বিলে ব্যবস্থা রাখা হয়েছে – বিশেষ করে রেভলিউশনারি গার্ডদের বিরুদ্ধে অভিযোগ যে, প্রতিষ্ঠানটি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত৷

এসি/এসিবি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)