1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় সফল সফরের পর এখন বেইজিং-এ ম্যার্কেল

১৬ জুলাই ২০১০

রাশিয়া সফর সেরে এখন চীনে জার্মান চ্যান্সেলর ম্যার্কেল৷ রাশিয়ায় একাধিক দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির পর এবার চীনেও একই উদ্দেশ্যে হাজির তিনি৷ পাঁচদিনের জন্য এশিয়া সফরে বেরিয়েছেন ম্যার্কেল৷

https://p.dw.com/p/OMpV
রুশ, জার্মান, বৈঠক, Russia, Praesident, Dimitri, Medvedev, Angela Merkel
রুশ-জার্মান নেতাদের বৈঠকছবি: AP

রাশিয়া সফরে কী করলেন ম্যার্কেল

কয়েক বিলিয়ন ইউরোর বাণিজ্যিক চুক্তি হল জার্মানির সঙ্গে রাশিয়ার৷ চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে গিয়েছেন শিল্প ও বাণিজ্য জগতের একদল প্রতিনিধি৷ রাশিয়ায় রেল আধুনিকীকরণের জন্য ২.২ বিলিয়ন ইউরোর একটি চুক্তি হয়েছে৷ মস্কোর বাইরে স্কোলকেভো শহরে নতুন একটি প্রযুক্তি শহর গড়ে তুলতে চায় রাশিয়া৷ জার্মান প্রযুক্তি সংস্থা সিমেন্সের সঙ্গে সে বিষয়ে একটি চুক্তিও বাস্তবায়িত হয়েছে বৃহস্পতিবার৷ সিমেন্স জানাচ্ছে কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তি৷ এছাড়া রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে রাশিয়ার ইয়েকাটেরিনবুর্গ শহরে ম্যার্কেলের গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে গতকাল৷ বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো উভয়েই নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চালাবে বলে কথা দিয়েছেন ম্যার্কেল৷ কারণ, সাম্প্রতিক অতীতে এ ধরণের কিছু সমস্যা মাথাচাড়া দিচ্ছে৷ এখানে মনে করে নেওয়া ভালো, জর্জিয়ার সঙ্গে রাশিয়ার যুদ্ধকে ঘিরে ইউরোপ সহ পাশ্চাত্যের সঙ্গে মস্কোর সম্পর্ক বেশ ধাক্বা খেয়েছিল৷ সেটাকেই আবার মেরামত করতে ম্যার্কেলের এই উদ্যোগ৷

রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ বেশ খুশি

সাংবাদিক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট মেদভেদেভকে বেশ গুরুত্ব দিতে শোনা গেছে রাশিয়া জার্মানি সম্পর্ক নবায়নের বিষয়টিতে৷ দ্বিপাক্ষিক সম্পর্কে যে প্রকৌশলগত দিকগুলি অতি গুরুত্বপূর্ণ, মেদভেদেভ তার উল্লেখ করেছেন৷ তাঁর মতে, একাধিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের এই ঘটনা দৃষ্টান্তমূলক৷ সিমেন্সের মত সংস্থা তাঁর দেশের প্রযুক্তিগত উন্নয়নের সহায়তায় এগিয়ে আসায় সিমেন্সকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ বলে রাখা ভালো, চলতি বছরে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে রুশ প্রেসিডেন্টের এটি ছিল পঞ্চম মোলাকাত৷ রাশিয়ায় জার্মানির বিনিয়োগ বাড়াতে রুশ প্রেসিডেন্ট যথেষ্ট উত্সাহ দেখিয়েছেন৷ চ্যান্সেলর ম্যার্কেলও প্রায় একই ভাষায় বলেছেন, রাশিয়ায় জার্মান বিনিয়োগ আরও বাড়ুক, সেটা তিনিও চান৷

Angela Merkel in China bei Hu Jintao
হু জিনতাও-এর সঙ্গে আজ বৈঠকে বসবেন ম্যার্কেলছবি: AP

ম্যার্কেলের বেইজিং সফর হবে ‘মাইলফলক’

মোটের ওপর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির দিকে লক্ষ্য রেখেই জার্মান চ্যান্সেলরের এই চীন যাত্রা৷ তবে আজ শুক্রবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে তাঁর বৈঠকে অবশ্যই উঠে আসবে কিছু রাজনৈতিক প্রসঙ্গ৷ চীন আর জার্মানি প্রতি বছর প্রায় ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য করে থাকে৷ সেই সংখ্যাটা আরও বাড়ুক, এটাই চাইছেন ম্যার্কেল৷ তবে বেইজিং বার্লিন দ্বিপাক্ষিক সম্পর্কে ম্যার্কেলের এই তিনদিনের সফর যে নতুন মাত্রা আর গতি আনবে সে বিষয়ে কোন সংশয় নেই অন্তত চীনের দিক থেকে৷ চীনের সরকারি সংবাদপত্র ‘চায়না ডেলি'-র শুক্রবারের সংস্করণ যথেষ্ট আশাবাদী এই সফরকে ঘিরে৷ বলা হচ্ছে, চ্যান্সেলরের এই সফর একটা মাইলফলক হিসেবে কাজ করবে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই