1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুদ্ধশ্বাস জয়ের পর বেড়ে গেছে প্রত্যাশার পারদ

১২ মার্চ ২০১১

ক্রিকেটে বাংলাদেশের শেষ মুহূর্তের দুরন্ত বিজয়ের খবর তো আছেই, আছে জাপানের প্রলয়ংকর ভূমিকম্প আর সুনামির খবরও৷ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম ক্রমশ স্থিতিশীল হচ্ছে৷

https://p.dw.com/p/10Xtx
সোয়ানকে কট অ্যান্ড বোল্ড করছেন সাকিব আল হাসানছবি: picture alliance/empics

অসামান্য জয়ের পর প্রত্যাশা আরও বেড়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোরের শিরোনাম, ‘আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ৷' এই সংবাদসংস্থা বলছে, শ্বাসরুদ্ধকর খেলায় ইংল্যান্ডের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ৷ ২ উইকেটে জিতে টিঁকে রইল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে৷ কালের কন্ঠের শিরোনামে বলা হয়েছে ‘রুদ্ধশ্বাস জয়ে আবার স্বপ্ন'৷ এই পত্রিকার প্রতিবেদন বলছে, ‘ইংল্যান্ড আজকাল কঠিন ম্যাচ জেতে৷ আর চরম দুঃসময়ে সেরা ক্রিকেটটা খেলে বাংলাদেশ৷ নাটকীয়তার সব রকম বাঁক ঘুরে জয় হয়েছে সাকিব আল হাসানদেরই৷ যে জয়ে বিশ্বকাপে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল স্বপ্ন আবার উড়তে শুরু করেছে সবটুকু ডানা মেলে৷' ইত্তেফাকের শিরোনাম, ‘অবিস্মরণীয় বিজয়'৷ বুক চিতিয়ে দাঁড়ানো শফিউল ইসলামের প্রশংসা করেছে এই পত্রিকা৷ নবম জুটিতে ৫৮ রান তোলা শফিউলের ২৪ রান আর মাহমুদুল্লাহ-র ২১ রানের উল্লেখ করেছে ইত্তেফাক৷ বস্তুত, গোটা দেশ যখন আশা ছেড়ে দিয়েছে বিজয়ের, সেই ব্যর্থতার মুহূর্ত থেকে সাফল্যের দিকে দেশকে নিয়ে গেছেন এই দুজন ব্যাটসম্যান৷ কোন প্রশংসাই এই দুজনের জন্য যথেষ্ট নয়৷ বলা বাহুল্য, বাংলাদেশের তারুণ্যের ক্রিকেটের রেকর্ডবুকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে শুক্রবারের এই ইংল্যান্ড বধের কাহিনী৷ প্রসঙ্গত, বিজয়ের পর আবেগে চোখে জল এসে গিয়েছিল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ভাগ্যের জোরে নয়, ভালো খেলেই জিতেছি আমরা৷ বাংলাদেশের এই অভূতপূর্ব বিজয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী নেত্রী খালেদা জিয়া দু'জনেই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ দলের খোলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের উদ্দেশে৷ দুই নেত্রীরই আশা, চলতি বিশ্বকাপে পরের খেলাগুলোতেও বাংলাদেশ তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে৷
সুনামির খবর সর্বত্রই শিরোনামে

দৈনিক ইত্তেফাক বলছে ‘লন্ডভন্ড জাপান'৷ কালের কন্ঠের শিরোনাম, ‘তীব্র ভূমিকম্প ভয়াল সুনামি'৷ তেত্রিশ ফুট উঁচু জলোচ্ছাস কীভাবে উত্তর পূর্ব জাপানের উপকূলে আঘাত হেনেছে তার মর্মস্পর্শী ছবি ফুটিয়ে তুলেছে সব সংবাদপত্র এবং সংবাদমাধ্যম৷ বিডিনিউজ টোয়েন্টিফোর তাদের প্রতিবেদনে জানাচ্ছে অন্তত হাজার মানুষের মৃত্যুর খবর৷

নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা এসেছে

রাজধানীর বাজারে গত এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি৷ চাল, ডাল, চিনি, আটাসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে আগের দামে৷ তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম৷ রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুরের টাউন হল বাজার ঘুরে গতকাল শুক্রবার এ চিত্র দেখা গেছে৷ পাইকারি বাজারে চিনি সহ আরও দুয়েকটি পণ্যের দাম তেমন না বাড়ায় পরিস্থিতি ক্রমশ সহনশীলতার মধ্যে আসছে বলে মন্তব্য করেছে কয়েকটি পত্রিকা৷

সংকলন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী