1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাংকফুর্ট বইমেলা বয়কট

১৪ অক্টোবর ২০১৫

মঙ্গলবার জার্মানির ফ্রাংকফুর্টে বিশ্বের সবচেয়ে বড় বইমেলার উদ্বোধন হয়ে গেল৷ বইমেলায় এবারের অতিথি দেশ ইন্দোনেশিয়া৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদি৷ তাই বইমেলা বয়কট করেছে ইরান৷

https://p.dw.com/p/1GnbZ
Frankfurter Buchmesse Salman Rushdie
ছবি: Reuters/R. Orlowski

এক বিবৃতিতে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, ‘‘বাক স্বাধীনতার নামে কর্তৃপক্ষ এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছে যাঁকে ইসলামি বিশ্ব ঘৃণা করে৷'' অন্যান্য ইসলামি দেশকেও একই সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায় ইরান৷

এদিকে, মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে ‘দ্য স্যাটানিক ভার্সেস'-এর লেখক সালমান রুশদি বলেন, ‘‘বাকস্বাধীনতা ছাড়া অন্য কোনো স্বাধীনতা নেই৷''

রুশদি বলেন, ‘‘মানুষ হচ্ছে গল্প বলা প্রাণী, বাকস্বাধীনতার উপর হামলা মানে হলো মানুষের স্বভাবের উপর হামলা৷''

চলতি বছর ফ্রাংকফুর্ট বইমেলার অতিথি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া৷

এবারের বইমেলায় জার্মানিতে আশা শরণার্থীদের বিনামূল্যে বইমেলায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে৷ তাঁদের জন্য তাঁদের ভাষা জানা গাইডেরও ব্যবস্থা করা হয়েছে, যেন শরণার্থীরা ঠিকমতো বইমেলা ঘুরে দেখতে পারেন৷ এছাড়া বইমেলায় আলোচনার অন্যতম বিষয় এবার শরণার্থী৷

ফ্রাংকফুর্ট বইমেলায় এবার বাংলাদেশ সরকারের নিজস্ব একটি প্যাভিলিয়ন থাকছে বলে জানিয়েছে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম৷ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বইমেলায় উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে জানানো হয়৷

মিরোস্লাভ ভল্ফ টুইটারে লিখেছেন, ‘‘ফ্রাংকফুর্টের গাড়ি মেলায় দর্শণার্থী হয় প্রায় ১০ লক্ষ৷ আর বইমেলায় হয় দুই লাখ ৭০ হাজার৷ বইয়ের চেয়ে গাড়ি কীভাবে ইন্টারেস্টিং হয়?''

বুধ থেকে শুক্রবার পর্যন্ত শুধু প্রকাশক, ব্যবসায়ী ও সাংবাদিকদের জন্য মেলা খোলা থাকবে৷ এরপর শনি ও রবিবার সাধারণ দর্শণার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান