1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড মূল্যে হিরের সাজে সজ্জিত বারবি বিক্রি

২১ অক্টোবর ২০১০

বারবি ডল চেনে না এমন মানুষের সংখ্যা বোধহয় খুব বেশি নয়৷ বিভিন্ন সাজে দেখা যায় বিশ্বখ্যাত এই বারবিকে৷ কখনও নাচের পোশাকে, কখনও বিয়ের পোশাকে, কখনও পার্টির পোশাকে৷ এইরকম হাজারো সাজে৷

https://p.dw.com/p/PjrN
বারবি ডলছবি: picture-alliance/ dpa

সেই রকমই এক অপরূপ সাজে কালো সান্ধ্য পোশাকের সঙ্গে হিরের হার পরা এক বারবি ডল নিলামে বিক্রি হয়েছে এযাবতকালের রেকর্ড দামে৷ নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে বারবিটির দাম উঠেছে ৩ লাখ ২ হাজার ৫শ ডলার৷ এতচড়া দামে কোন বারবি বিক্রি হলো এই প্রথম৷ এর আগে ২০০৬ সালেও একটি নিলামে বারবি বিক্রি হয়েছিল রেকর্ড দামে৷ সেটির মূল্য উঠেছিল ১৭ হাজার ৯১ ডলার৷

১৯৫৯ সালে তৈরি করা হয় এই বিশ্বখ্যাত বারবি ডল৷ তারপর থেকে এই পর্যন্ত কাঠামোগত অনেক পরিবর্তনের মাধ্যমে বর্তমান বারবির এই রূপ৷ ঐ নিলামে উপস্থিত সাংবাদিকরা বলছেন, হিরার কারণেই এই বারবিটি একটি অর্থনৈতিক বিনিয়োগ৷ বিশেষ করে আর্থিক অনিশ্চয়তার এই সময়ে৷

Angela Merkel als Barbie Barbiepuppe
বারবি ডল হিসেবে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: picture-alliance/dpa

অস্ট্রেলিয়ার জুয়েলারি ডিজাইনার স্টেফানো কান্টুরি বলেছেন, বারবির সর্বকালের আধুনিক স্টাইলের প্রশংসা না করে পরা যায় না৷ তিনি বলেন, অসাধারণ কোন কিছুতেই মানুষের বিনিয়োগ করার আগ্রহ থাকে৷ যেমন অদ্ভুত সুন্দর সোনার কোন গহনা, মূল্যবান রত্ন, যেসব মানুষ সংগ্রহে রাখতে চায়৷

হীরকখচিত বারবি নিলামে বিক্রি হওয়ার অর্থ পাবে ব্রেস্ট ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনে৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক