1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা শরণার্থীদের প্রকৃত সংখ্যা জানতে হবে

২০ ফেব্রুয়ারি ২০১০

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্র মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন৷ তারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পও পরিদর্শন করেন৷

https://p.dw.com/p/M6ow
ফাইল ফটোছবি: AP

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা মনে করেন, বাংলাদেশে কত রোহিঙ্গা শরণার্থী বাস করে তা সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন৷ কারন ক্যাম্পগুলোতে ২৮ হাজার শরনার্থী নিবন্ধিত হলেও বাস্তবে তাদের সংখ্যা দেড় লাখেরও বেশি৷ ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশন প্রধান ষ্টিফেন ফ্রয়েন বলেন, তারা কতজন আছেন এবং কোথায় কোথায় আছেন চিহ্নিত করা না গেলে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন থেকেই যাবে৷

পার্লামেন্টারী প্রতিনিধি দলের নেতা জ্যা ল্যাম্বার্ট বলেন, ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে৷ তবে তাদের নিজ দেশে ফেরত পাঠানই মূল কাজ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাম্পে তার সঙ্গে কথা বলার সময় রোহিঙ্গারা আলাদা আবাস ভূমির কথা বলেছে৷ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে পারলে এবং নির্বাচনে সামরিক সরকারের অবসান হলে তারা রাজনৈতিকভাবে এই দাবীর সমাধান করতে পারবে৷

মিসেস ল্যাম্বার্ট মনে করেন, বাংলাদেশের বিরোধী দলকে অধিকাংশ কথা সংসদে বলতে হবে৷ আর সরকারকেও বিরোধী দলকে আস্থায় নিতে হবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম