1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেয়ালের মাঠেই রেয়ালকে হারালো বার্সেলোনা

১১ এপ্রিল ২০১০

শনিবার রাতটিও ছিল মেসির৷ আর্জেন্টাইন এই তারকা আবারও বুঝিয়ে দিলেন নিজের অবস্থান৷ জিতিয়ে দিলেন বার্সেলোনাকে, চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/Mst1
রেয়ালের বিরুদ্ধে প্রথম গোলটি করেন মেসি (ফাইল ফটো)ছবি: AP

রেয়াল মাদ্রিদের নিজস্ব স্টেডিয়াম বার্নাবিয়ুতে স্প্যানিশ লিগের ম্যাচে মুখোমুখি হয় দু'দল৷ খেলার শুরুতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলেও ৩৩ মিনিটের মাথায় গোল পায় বার্সা৷ আর গোলদাতা কে তা বুঝতেই পারছেন, ডান পায়ের শটে মোহনীয় গোলটি করেন লিওনেল মেসি৷

খেলার প্রথমার্ধ কাটে এভাবেই৷ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে রেয়াল৷ কিন্তু মার্সেলো, ক্রিস্টিয়ানো, গুটি আর ফার্নান্দো গ্যাগোর দুর্দান্ত সব চেষ্টা ফিরিয়ে দেন বার্সার গোলরক্ষক ভিক্টর ভেল্ডিস৷

এরই ফাঁকে, খেলার ৫৬ মিনিটের মাথায় বার্সার পক্ষে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো৷ শান্তভাবে বাঁ পায়ের শটে তাঁর এই গোলের নেপথ্যে কিন্তু অবদান রেখেছেন বার্সা তারকা জেভি৷ অবশ্য শুধু পেদ্রোই নয়, মেসির গোলটিতেও সহায়তা করেন তিনি৷ আর তাই ‘ম্যান-অব-দ্যা-ম্যাচ' বলা হচ্ছে তাঁকে৷

তবে মেসি কিন্তু খেলার ফলাফল অনায়াসেই নিয়ে যেতে পারতেন ৩-০তে৷ কিন্তু রেয়াল গোলরক্ষক আইকার ক্যাসিলাস হতে দেননি তা৷ মেসির গোল করার দুই দুইটি চমৎকার চেষ্টা ফিরিয়ে দিয়েছেন তিনি৷

অবশ্য তারপরও খুশি মেসি৷ জানিয়েছেন, আমরা আজ রাতে দেখিয়েছি যে, অন্য যেকোন দলের চেয়েই উচুঁতে অবস্থান আমাদের, বিশেষত সবাই যখন দলবেঁধে খেলি৷ তবে, মেসি স্বীকারও করেছেন, ম্যাচটা বেশ কঠিন ছিল৷

এদিকে, এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে আরো সাতটি খেলা বাকি থাকতেই পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গেছে বার্সেলোনা৷ স্প্যানিশ লিগে ৩১ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ৮০৷ বার্সা-র ঠিক নিচেই অবস্থান করছে রেয়াল মাদ্রিদ, পয়েন্ট ৭৭৷ বলাবাহুল্য শনিবারের এই জয় লিগ শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে দিল বার্সেলোনাকে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়