1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোগ-বালাইয়ের ঘোর বিপদের মুখে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ

২৭ জানুয়ারি ২০১১

দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের সামনে এক বড় বিপদ৷ আর এই বিপদটি রোগ-শোককে ঘিরে৷ চিকিৎসা বিষয়ক একটি সাময়িকীতে বলা হয়েছে, নানা কারণে এই অঞ্চলে বেড়ে যাচ্ছে প্রাণঘাতী বিভিন্ন রোগ৷

https://p.dw.com/p/105gV
অধিকহারে রোগ বালাইয়ের ঝুঁকিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষছবি: AP

লানসিট নামের চিকিৎসা বিষয়ক এই জার্নালটি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬০ কোটি মানুষের সামনে নতুন চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে নানা রোগ-বালাই৷ আর বিভিন্ন কারণে এই রোগব্যাধি ছড়িয়ে পড়তে শুরু করেছে দ্রুতলয়ে৷ সামাজিক পরিবর্তন হতে থাকা এই অঞ্চলে কেবল প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েই শতকরা ষাট শতাংশ রোগী প্রাণ হারাচ্ছে৷

সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে, এখানে এই সব রোগ-বালাই প্রতিরোধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না৷ জার্নালটি এই নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির পেছনে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাওয়া, জন্ম হার কমে যাওয়া এবং গ্রাম থেকে শহরে অভিবাসনকেই প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছে৷ এ ছাড়াও রয়েছে আবহাওয়ার বৈরী আচরণ৷ বিশেষ করে এল-নিনোর প্রভাবে খরা, অতিবৃষ্টি এবং শুষ্ক অবস্থার সৃষ্টি হওয়ায় তা মানবদেহের উপর নেতিবাচক প্রভাব ফেলছে৷ বলা হচ্ছে এল-নিনোর প্রভাবে বিরল প্রজাতির প্রাণীর অস্তিত্ব বিপন্ন হতে পারে৷ মহামারী ছড়িয়ে যেতে পারে প্রাণীজগতে৷

জার্নালটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই সমস্যার প্রকোপ আরও বেড়ে যাবে৷ বিশেষ করে বন উজাড় হয়ে যাবার কারণে সরাসরি হুমকির মুখে পড়বে মানব জাতি৷ বাদ যাবে না বনের পশু-পাখি এবং গৃহপালিত জন্তু জানোয়াররাও৷

প্রতিবেদনে বলা হয়েছে লাওস, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই, মালয়েশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে রোগ-ব্যাধির এই প্রকোপ অর্থনীতির উপরও প্রভাব ফেলবে৷ আশঙ্কাজনক এই পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনীতিবিদদের একমত হয়ে সঠিক এবং কার্যকর বিভিন্ন ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব দিয়েছে সাময়িকীটি৷ সেই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে সঙ্গে নিয়ে নয়া পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারা বলেছে, এই অঞ্চলের মানুষ যদি এ বিষয়ে সচেতন না হয়, ঐকমত্য হয়ে সিদ্ধান্ত গ্রহণ না করে, তাহলে এ জন্য অনেক দাম দিতে হবে তাদের৷ তাই প্রয়োজন জনসচেতনতা এবং সরকারগুলোর কার্যকর উদ্যোগ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়