1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটের মুখে বুদ্ধনাম?

১৬ জানুয়ারি ২০১৭

রোবট খাওয়ার পরিবেশন করবে বা ফুটবল খেলবে বললে আপনি বলবেন, এ আবার নতুন কী? কিন্তু এবার ধর্মপ্রচারেও নেমেছে রোবট৷ হ্যাঁ, চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে এমনই এক রোবটের দেখা মিলবে৷

https://p.dw.com/p/2VrkL
রোবট সন্ন্যাসী
ছবি: WDR

এই ‘রোবট সন্ন্যাসী'-র গায়ের রং হলুদ, নাদুস-নুদুস গড়ন, গোলগাল মুখ আর হাতে একটা ট্যাবলেট৷ ট্যাবলেট কেন? আরে, নতুন ডিজিটাল প্রজন্মকে বৌদ্ধধর্ম সম্পর্কে বলতে হবে না? আসলে এটাই তো শিয়ানের নামের রোবটের মূল কাজ – নানা বয়সের মানুষকে বৌদ্ধধর্মের নানান মৌলিক মতবাদ ব্যাখা করা৷

তবে শুধু ধর্মতত্ত্বই নয়, কীভাবে ‘বাবু' হয়ে বসে ধ্যান বা ‘মেডিটেশন' করতে হয়, সেটাও নখদর্পণে শিয়ানের-এর৷ তাই মেডিটেশনের নানা কৌশলও শেখাতে সক্ষম সে৷ কথা বলতে, এমন কি মন্ত্র উচ্চারণ করতেও সে সক্ষম৷

আর এতে করে লংকুয়ানের ঐ বৌদ্ধ মেডিটেশন সেন্টারে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের নয়, প্রচুর পর্যটককেও আকর্ষণ করতে সক্ষম হয়েছে শিয়ানেরের স্রষ্টা শিয়ানফান৷

ভাবা যায়, রোবটের মুখে বুদ্ধনাম!

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান