1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোমান্টিক সংগীত যুগের অন্যতম পথপ্রদর্শক ফ্রানৎস শুবার্ট

১৮ নভেম্বর ২০১০

পশ্চিমের ধ্রুপদী সংগীত জগতের এক উজ্জ্বল সুরস্রষ্টা ফ্রানৎস শুবার্ট৷ ১৯ নভেম্বর বহুমুখী প্রতিভার অধিকারী অস্ট্রিয়ার এই সংগীতকারের একশো বিরাশিতম মৃত্যুবার্ষিকী৷

https://p.dw.com/p/QCIs
Franz, Schubert, componist, ফ্রানৎস, শুবার্ট, রোমান্টিক, সংগীত, অস্ট্রিয়া
ফ্রানৎস শুবার্টছবি: ullstein bild - Lombard

ধ্রুপদী সংগীতের রোমান্টিক যুগের অন্যতম পথপ্রদর্শক ফ্রানৎস শুবার্ট মাত্র একত্রিশ বছর বয়সে মৃত্যু বরণ করলেও পশ্চিমা সংগীত জগতে রেখে গেছেন সংগীতকর্মের এক বিরাট সম্ভার৷ প্রায় ১৫ বছর সময়সীমার মধ্যে তিনি রচনা করেছেন প্রায় ছ'শ গান, নটি সিম্ফনি, একাধিক অপেরা, চেম্বার ও গির্জায় গীত সংগীত, স্ট্রিং কোয়ার্টেট, সোনাটা ও বহু সোলো পিয়ানো সংগীত৷

ফ্রানৎস শুবার্টের জন্ম ১৭৯৭ সালের ৩১শে জানুয়ারি, ভিয়েনার কাছাকাছি ছোট্ট শহর লিশটেনটাল'এ৷ চার বছর বয়স থেকে বাবার কাছে বেহালায় হাতেখড়ি তাঁর৷ তারপর পিয়ানোতে তালিম নেন তিনি৷ এগারো বছর বয়সে রাজ দরবারের বৃন্দসংগীত দলে সদস্যপদ লাভ করেন তিনি৷এ সময় অন্যান্যদের মধ্যে ইটালির সেরা সংগীতকার আন্টোনিও সালিএরি-র কাছে সংগীতে তালিম নেন৷ ১৫ বছর বয়সে শুবার্ট রচনা করেন তাঁর প্রথম অপেরা আর সেই সাথে প্রায় ১৭টি সংগীত৷

আর্থিক দিক থেকে খুব সচ্ছল না হলেও ফ্রানৎস শুবার্টের সংগীত রচনা থেমে থাকেনি৷ জীবিতাস্থায় তাঁর সাফল্য ও জনপ্রিয়তা কিছুটা সীমিত থাকলেও পরবর্তী কালে তাঁর সংগীত কর্মের মুল্যায়ন বৃদ্ধি পায় অসাধারণ ভাবে৷ উনবিংশ শতাব্দীর বহু সেরা সংগীতকার যেমন, ফ্রানৎস লিস্ত, রবার্ট শুমান, ইয়োহানেস ব্রামস বা ফেলিক্স মেন্ডেলসন্স প্রভাবিত হয়েছিলেন ফ্রানৎস শুবার্টের রোমান্টিক অধ্যায়ের সংগীতের মধ্য দিয়ে৷ আজো ধ্রুপদী সংগীত জগতে ফ্রানৎস শুবার্টের সংগীত অন্যতম জনপ্রিয় সংগীত৷ ১৯ নভেম্বর ১৮২৮ সালে মাত্র একত্রিশ বছর বয়সে ভিয়েনায় মৃত্যু বরণ করেন বহুমুখী প্রতিভার অধিকারি সংগীতকার ফ্রাঞ্জ সুবার্ট৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক