1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এটা ছেলেসন্তান

২৩ জুলাই ২০১৩

সোমবার শ্যাম্পেইনের বোতাম খুলে হিপ! হিপ! হুররে! চিৎকারে মেতে ওঠেন অনেক ব্রিটিশ৷ তাদের জন্য আরো একবার আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে রয়েল পরিবার৷ একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কেট, প্রিন্স উইলিয়ামের স্ত্রী৷

https://p.dw.com/p/19CFD
ছবি: Reuters

২২ জুলাই স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে জন্ম নেন ব্রিটেনের ভবিষ্যত রাজা৷ জন্মের সময় তার ওজন ছিল ৩.৭৫ কেজি৷ লন্ডনের কেন্দ্রের সেন্ট মেরি'স হাসপাতালে জন্ম এই ছেলেসন্তানের৷ তিন দশক আগে তার বাবা উইলিয়াম আর চাচা হ্যারির জন্মও সেখানেই হয়েছিল৷

ব্রিটেনের ভবিষ্যত রাজার এই জন্মকে অভিনন্দনের বন্যায় ভাসিয়েছে গোটা বিশ্ব৷ মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী – সবাই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন উইলিয়াম এবং কেটকে৷

Kate bringt einen Jungen zur Welt
এই নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রয়েল বেবির জন্মের খবর দেয়া হয়ছবি: Reuters

ব্রিটেনের নতুন রাজার জন্মের সঙ্গে আরেকটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে৷ এর আগে কেটের নগ্ন ছবি প্রকাশ নিয়ে বিব্রত অবস্থায় পড়েছিল ব্রিটিশ রাজ পরিবার৷ এবার কেটের গর্ভধারণ থেকে সন্তান জন্ম পর্যন্ত পুরো সময়টা কড়া গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা৷ রাজ পরিবার এই বিষয়ে যতটুকু তথ্য দিয়েছে তার বেশি জানা সম্ভব হয়নি কারো৷ এই যুগেও যে সবকিছু গোপন রাখা সম্ভব সেটাই যেন প্রমাণ হলো এবার৷

অথচ গোটা বিশ্ব মিডিয়ার নজর ছিল এই দম্পতির দিকে৷ তাঁদের কি ছেলে হবে নাকি মেয়ে? সন্তানের নাম কি হবে? চুলের রং কেমন হবে? সব নিয়ে জল্পনাকল্পনা চলেছে দীর্ঘ সময় ধরে৷ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক বলুন আর চব্বিশ ঘণ্টা লাইভ সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল – এসব জল্পনাকল্পনায় রসদ জুগিয়েছেন অনেকে৷ জুয়ারিরাও সন্তানের লিঙ্গ, নাম নিয়ে অনেক রকমের বাজি ধরেছে৷

London / Kate / Geburt Baby / Buckingham Palace / Volk
বাকিংহাম প্যালেসের সামনে উৎসাহী জনতার ভিড়ছবি: Reuters

গত কয়েকদিন ধরেই সেন্ট মেরি'স হাসপাতালের সামনে অবস্থান নেওয়া সাংবাদিকদের চোখ এড়িয়ে কেট, যিনি এখন ডাচেস অফ কেমব্রিজ নামেও পরিচিত, সোমবার খুব সকালে পৌঁছে যান হাসপাতালে৷ তিনি হাসপাতালে পৌঁছানোর এক ঘণ্টার বেশি সময় পর তা জানতে পারে গণমাধ্যম৷ আর সন্তান জন্ম দেওয়ার পর চার ঘণ্টা একান্ত সময় কাটিয়েছেন উইলিয়াম, কেট এবং তাঁদের নবাগত সন্তান৷ গণমাধ্যম এই বিষয়টিও টের পায়নি৷

রাজ পরিবার তাঁদের প্রথামতো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর, গোটা বিশ্বে চাউর হয়েছে সে খবর৷ এই ঘোষণাও অত্যন্ত সীমিত৷ শুধু জানানো হয়েছে জন্মের সময়, সন্তানের লিঙ্গ আর সন্তান এবং মায়ের সুস্থ থাকার খবর৷ ব্রিটেনের ভবিষ্যত রাজার নাম কি রাখা হবে সেটা ঘোষণায় উল্লেখ করা হয়নি৷ মিডিয়াও তা এখনো ফাঁস করতে পারেনি৷

এআই/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য