1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লক্ষণ আর ধোনির মারে কুপোকাত দক্ষিণ আফ্রিকা

১৬ ফেব্রুয়ারি ২০১০

লক্ষণ-ধোনির অপরাজিত জোড়া শতরানে ভর করে ক্রিকেটের স্বর্গ ‘ইডেন গার্ডেন্স’-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ বড় রকমের ব্যবধান গড়ে তুলেছে ভারত৷ মঙ্গলবার, একমাত্র অমিত মিশ্রের উইকেটটি হারিয়ে ৬৪৩ রান তুলেছে তারা৷

https://p.dw.com/p/M3BL
মহেন্দ্র সিং ধোনিছবি: UNI

আর তারপরেই ঘোষণা করেছে ইনিংসের পরিসমাপ্তি৷ ধোনি অপরাজিত ১৩২ রানে এবং খেলা শেষে লক্ষণের সংগ্রহ ১৪৩ রান৷ খেলার প্রথম দিকে, লক্ষ্মণকে যোগ্য সঙ্গত দিয়ে যায় অমিত মিশ্র৷ তাঁর মূল্যবান ২৮ রানের থেকেও সকালের সময়টা কাটিয়ে দেওয়াই ছিল আরও জরুরি৷ সেটাই করে ভারতীয় ব্যাটসম্যানরা৷ পরে অবশ্য লক্ষণ একটা দিক আটকে রাখায়, ধোনি খেলেন অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিমায়৷ দেখতে দেখতেই তর তর করে বাড়তে থাকে ভারতের স্কোর৷

তবে ইনিংস-এ সমাপ্তি টানার পর ভারত চাইছিল যতো বেশি সম্ভব উইকেট ফেলার৷ কিন্তু, দক্ষিণ আফ্রিকা মাত্র পাঁচ বল খেলার পরই খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়৷ সেই সময় দলের স্কোর ছিল বিনা উইকেটে ছয়৷ অর্থাৎ, ইনিংস-এর পরাজয় এড়াতে তখনও তাদের ৩৪১ রান প্রয়োজন৷ সে যাই হোক, গতকাল ইডেন দেখেছে শচীন-শেবাগের জোড়া সেঞ্চুরি৷ আজ দেখলো লক্ষণ-ধোনির আরো একটা ডবল-সেঞ্চুরি৷ দেখলো লক্ষণের কব্জির কাজ আর ধোনির পাওয়ার হিট সব শট৷ তাই ক্রিকেটের স্বর্গ ‘ইডেন গার্ডেন্স' যে ভারতের জন্য সত্যই স্বর্গ হয়ে উঠেছে - তা বলাই বাহুল্য ! প্রসঙ্গত, ইডেন গার্ডেন্স-এ লক্ষণের এটা চতুর্থ টেস্ট সেঞ্চুরি৷ কারণ, ২০০১ সালে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে এখানেই যে তিনি মহামানব হয়ে ওঠেছিলেন৷ মনে আছে তো ?

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক