লঞ্চডুবির নানা তথ্য পেলাম | পাঠক ভাবনা | DW | 06.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

লঞ্চডুবির নানা তথ্য পেলাম

বেশ কয়েকদিন পর আবার ঢাকা থেকে সোহেল রানা ই-মেল পাঠিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘প্রিয় বন্ধুরা, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন৷ আশা করছি সবাই ভালো আছেন৷ আমরা সবাই ভালো আছি...৷’’

বন্ধু সোহেল রানা হৃদয় লিখেছেন, ‘‘বাংলাদেশের লঞ্চডুবির নানা তথ্য আপনারা দিচ্ছেন সেজন্য ধন্যবাদ৷ কষ্টের কথা হচ্ছে – আর হয়ত কেউই বেঁচে নেই যাঁরা ঐ লঞ্চের ভিতরে ছিলেন৷ তবে আসলে কতজন ঐ লঞ্চে ছিলেন আর কতজন বেঁচে আছেন, সেটা নিয়ে একটা সংশয় সবার মাঝে থেকেই যাবে৷ পত্র-পত্রিকায়, ইন্টারনেটে যত ছবি আর লেখা দেখছি মনটা ততই খারাপ হয়ে যাচ্ছে৷ আর কত! এবার ঈদের আগে-পরে মিলিয়ে হাজার খানেকের বেশি মানুষ মারা গেল বিভিন্ন দুর্ঘটনায়৷ এটা আসলে কোন ইঙ্গিত তা বোঝা যাচ্ছে না৷ উপরওয়ালাই হয়ত ভালো জানেন৷''

তিনি আরো লিখেছেন, ‘‘ইউরোপের সবচেয়ে সুন্দর সাতটি রেলস্টেশন নিয়ে ছবিঘরটি দারুণ লাগলো৷ আর তার সাথে দেয়া তথ্যগুলোর জন্য ধন্যবাদ৷ অস্ট্রেলিয়ার এক দম্পতি নিজের অসুস্থ ছেলেকে ভাড়া করা গর্ভধারিণীর কাছে ফেলে রেখে চলে গেছে – এই খবরটি আমাকে বেশ কষ্ট দিয়েছে৷ এছাড়া চায়ের দেশ চীনে কফির জয়যাত্রা শিরোনামের প্রতিবেদনটিও বেশ ভালো লেগেছে৷ ভিয়েতনামের রেস্তোরাঁয় সুস্বাদু বিড়াল ভাজা নিয়ে প্রতিবেদনটিও খুব ভালো লাগলো৷ তবে এটা অন্যায়....সব জিনিসই খেতে হবে এমন তো কথা নেই!''

সোহেল রানার কথায়, ‘‘ঈদের আগে এবং পরে ‘পাঠক ভাবনা' পাতার প্রতিটি লেখাই বেশ ভালো লেগেছে৷ আপনাদেরকে ধন্যবাদ যে, আপনারা কষ্ট করে আমাদের লেখাগুলো আপনাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন৷''

‘‘এখন যেহেতু অনেক পাঠকই আপনাদের ওয়েবসাইট বা ফেসবুক ব্যবহার করছে, সেক্ষেত্রে আবারো মাসিক কুইজের ব্যবস্থা চালু করা যেতে পারে৷ বিশ্বকাপ ফুটবলের সময় ছবি প্রতিযোগিতায় ছবি পাঠিয়েছিলাম৷ তার কোনো ফলাফল তো দিলেন না৷ আপনাদের সবাইকে আবারও ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি৷ ভালো থাকবেন৷ আবারও লিখবো কথা দিচ্ছি....মো.সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ৷''

সংকলক: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন