1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনের একটি আধুনিক আর্ট গ্যালারির সম্প্রসারণ

গেয়র্গ মাটেস/জেডএইচ১৮ আগস্ট ২০১৬

‘টেট মডার্ন' হচ্ছে লন্ডনের একটি আধুনিক আর্ট গ্যালারি৷ শহরের ব্যাংকসাইড এলাকার যে স্থানে একসময় বিদ্যুৎকেন্দ্র ছিল সেখানে ২০০০ সালে এই গ্যালারির উদ্বোধন হয়৷ সম্প্রতি এর একটি সম্প্রসারিত অংশের উদ্বোধন হয়েছে৷

https://p.dw.com/p/1Jk4A
লন্ডনের টেট মডার্ন'
ছবি: Mark Heathcote

বিশাল, তবে অনেক বেশি নয়৷ ধারালো এবং একইসঙ্গে নিখুঁত৷ লন্ডনের ‘টেট গ্যালারি অফ মডার্ন আর্ট-এর সম্প্রসারিত নতুন অংশটি কাচ দিয়ে তৈরি অফিস আর আবাসিক ভবনের মাঝে অবস্থিত৷ দেখতে অনেকটা পিরামিডের মতো৷ প্রায় তিন লক্ষ ইট দিয়ে তৈরি নতুন অংশটি এমন জায়গায় নির্মিত হয়েছে, যেখানে আগে বিদ্যুৎকেন্দ্র ছিল৷ ইট ব্যবহার করায় ভবনের নকশা অনেকটা ঐ বিদ্যুৎকেন্দ্রের মতোই হয়েছে৷ সুইজারল্যান্ডের আর্কিটেকচার কোম্পানি ‘হ্যার্ৎসগ অ্যান্ড ডে মিউরন-কে প্রায় ২০ বছর আগে গ্যালারিটির নকশা তৈরির কাজ দেয়া হয়েছিল৷

হ্যার্ৎসগ কোম্পানির আসকান ম্যার্গেনটালার বলেন, ‘‘আমরা জানতাম, এলাকাটা একসময় বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে উঠবে এবং এখানে কাচ নির্মিত অনেক টাওয়ার থাকবে৷ আমাদের মনে হয়েছিল, বিদ্যুৎকেন্দ্রটির নকশা যেমন ছিল তার সঙ্গে নতুন ভবনটির মিল থাকা গুরুত্বপূর্ণ এবং উপকরণ হিসেবে ইটই ভাল৷ তবে আমাদের মতো স্থপতিদের কাছে স্থাপত্য বিষয়টি আসলে একটি সফর, একটি সংলাপ, একটি প্রক্রিয়া৷ তাই শুরুতে শুধু একটি আইডিয়া বা স্কেচের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না৷''

শুরুতে স্থপতিরা ইস্পাত আর কাচ ব্যবহারের কথা ভেবেছিলেন৷ পরে তাঁরা বুঝতে পারেন যে, উপকরণ হিসেবে ইট শুধু অভিজাতই নয়, সাশ্রয়ীও বটে৷ অবশ্য এরপরও সম্প্রসারিত অংশটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো৷ এর ফলে টেট মডার্ন নতুন ১০টি তলা পেয়েছে, যার অর্ধেক অংশে শিল্পকর্ম প্রদর্শনের জন্য গ্যালারি থাকবে৷ পারফরমেন্স আর্টের জন্যও কিছু অংশ থাকবে৷ সেজন্য স্থপতিরা বিদ্যুৎকেন্দ্রের বেসমেন্টে অবস্থিত তেলের ট্যাংককে নতুনভাবে সাজিয়েছেন৷

‘টেট মডার্ন' এর কিউরেটর ক্যাথেরিন উড বলেন, ‘‘শিল্পীরা উদ্ভট জায়গা পছন্দ করেন৷ সেসব জায়গায় কাজ করা সবসময় সহজ নয়৷ শিল্পকারখানার পতিত এলাকায় শিল্পীদের কাজ করার ইতিহাস থেকে আমরা জানি, একটা জায়গা যেমন আছে তেমন রাখাই ভাল৷ সেখানে শিল্পীরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারেন৷ আমার মনে হয়, উপর তলার গ্যালারিগুলো প্রদর্শনের জন্য ভালো৷''

গ্যালারির সবচেয়ে বড় রুম হওয়ায় টারবাইন হলটি কেন্দ্রীয় সংযোগ পথ হিসেবে ব্যবহার করা যেতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান