1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লবি নিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনা

১৮ মার্চ ২০১০

সাধারণ মানুষ লবিং নিয়ে কী ভাবছে ? লবিং’এর প্রয়োজনীয়তা আদতে রয়েছে কী ? ডিটমারের সঙ্গে যারা বার্লিনে গিয়েছিলেন তারা অনেকেই জানালেন তাদের মত৷

https://p.dw.com/p/MW9T
সংসদের বাইরে আলোচনার শুরু এভাবেইছবি: Illuscope

লবিং'এ এ আগ্রহী একজন বললেন, ‘‘এই বিষয়টিতে আমার আগ্রহ রয়েছে দেখেই আমি আরো জানতে চাই, কাছ থেকে দেখতে চাই৷ পর্দার আড়ালে কী হচ্ছে তা আমি সত্যিই জানতে চাই৷''

আরেকজন বললেন, ‘‘আমি লবি সম্পর্কে যা ভেবেছিলাম, সে তুলনায় বাস্তব চিত্র বেশ ভালই বলতে হবে৷ আমি সবসময়ই ভাবতাম বড় বড় কারখানা এবং প্রতিষ্ঠানগুলোর মূলে রয়েছে অশুভ কোন হাত, যারা সবসময়ই অর্থ আর ক্ষমতা দেখাতে চায়৷ বার্লিনে আমাদের এই যাত্রা অনেক কিছুই বেশ খোলসা করেছে৷ কে বামপন্থী রাজনীতিবিদ, কী তার স্বার্থ - সব কিছু সম্পর্কেই একটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে৷''

Holzer
এই ভদ্রলোক একজন ব্যবসায়ী এবং একজন লবিস্টছবি: AP

আরেকজনের মত, ‘‘আমি দীর্ঘদিন ধরেই রাজনীতি নিয়ে চিন্তা-ভাবনা করছি৷ যে কারণে এই লবিং এবং লবিজম আমার কাছে নতুন কিছু না৷ কিন্তু, খুব সাধারণ মানুষের কাছে এই লবিং'এর জগৎ সহজে বোধগম্য হবে না৷''

কোলনের লবি কন্ট্রোল সংস্থা নিয়মিতভাবেই আগ্রহীদের নিয়ে বার্লিনে যায় – খুব কাছ থেকে লবিং সম্পর্কে ধারণা দেয়ার জন্য৷ মিরিয়াম স্ট্রাইট তাঁর স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বোঝাচ্ছেন লবিং বিষয়টি কীভাবে কাজ করে৷ তারা দাঁড়িয়ে রয়েছে এমন এক লবিং সংস্থার সামনে, যারা আরডাব্লুই অর্থাৎ জার্মানির সবচেয়ে বড় বিদ্যুৎ ও জ্বালানী কোম্পানির প্রতিনিধিত্ব করে৷

Belgien EU Demonstration gegen Lobbyismus in Brüssel
ইউরোপীয় ইউনিয়নে লবিজমের বিরুদ্ধে সাধারণ মানুষছবি: AP

রাজনীতিক এবং সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করার জন্য তারা এই কাজের নাম দিয়েছে ‘গ্রিন ওয়াশিং'৷ মিরিয়াম জানালেন, জ্বালানী উৎপাদনকারী প্রতিটি সংস্থাই নিজেদের পরিবেশ বান্ধব বলে দাবি করে৷ জার্মানিতে যে সব কোম্পানি কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গমন করে আরডাব্লুই হচ্ছে তার মধ্যে অন্যতম৷ এর ধারে কাছে অন্য কোন প্রতিষ্ঠান নেই৷ বিগত বছরগুলোতে জ্বালানী উৎপাদনের জন্য তারা কাজ শুরু করেছে গ্যালাপাগস দ্বীপে৷ বলা হচ্ছে আরডাব্লুই সেখান থেকে খুব অল্প পরিমাণ মুনাফা করবে এবং সেখানে পুনর্নবায়নযোগ্য জ্বালানিও উৎপাদন করা হবে৷ যে কেউই বলতে পারে, ঐ সংস্থা আরডাব্লুই'র হয়ে যে জয়গান করছে, তার সঙ্গে আরডাব্লুই'র মূল কাজ কর্মে পার্থক্য অনেক৷

Symbolbild Lobbyismus in Brüssel
সখ্য, দক্ষতা এবং আর্থিক ক্ষমতার এভাবেই শুরুছবি: bilderbox

১৮ বছরের স্কুল ছাত্র আর্মিন ব্যার্নসে কোনভাবেই বিশ্বাস করতে পারছিল না এসব৷ আর্মিন সবুজ পৃথিবী দেখতে চায়৷ ডিসেম্বর মাসে কোপেনহাগেনে পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের ওপর নজর ছিল তার৷ নিজেদের পরিবেশ বান্ধব দাবি করে বলে কোম্পানিগুলো ভাবমূর্তি রক্ষার যে চেষ্টা করে চলেছে – সে কিছুতেই তা মেনে নিতে পারছে না৷ সে জানাল, ‘‘আইন কীভাবে প্রণয়ন করা হয়, কীভাবে তা পালন করা হয় – আমাদের স্কুলে সে বিষয় পড়ানো হয়৷ আমাদের বার্লিনে নিয়ে আসা হয়েছে জার্মান সংসদে কীভাবে একটি আইনকে প্রথমে বিল হিসেবে উত্থাপন করা হয়, সেটা নিয়ে আলোচনা করা হয়, তা দেখাতে৷ এখানে এই লবিজমের মধ্যে আমরা দেখছি কীভাবে বিভিন্ন দল বিলটিকে ব্যাখ্যা করছে, তার বিরোধিতা করছে৷ আমি খুবই অবাক হচ্ছি দেখে যে, রাজনীতিকরা কীভাবে, খুব সহজেই এসব লবিগ্রুপ থেকে অর্থ গ্রহণ করছে৷ শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে, কোন কিছু না করেই !''

প্রতিবেদক : মারিনা জোয়ারদার

সম্পাদক: দেবারতি গুহ