1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লরাঁ বাগবো ক্ষমতা ছাড়বেন না

২৯ ডিসেম্বর ২০১০

আইভরি কোস্টের নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট লরাঁ বাগবো ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকার করেছেন৷ লরাঁ বাগবো এবং বিরোধী নেতা আলাসান ওয়াতারার সাথে তিন আফ্রিকান নেতার আলোচনাও ব্যর্থ হয়েছে৷

https://p.dw.com/p/zr3W
লরাঁ বাগবোছবি: Public Domain

আইভরি কোস্টের সর্বশেষ পরিস্থিতি  

লরাঁ বাগবো বলেছেন, তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না৷ এই ব্যাপারে তাকে রাজি করানোর জন্য কেপ ভার্দে, সিয়েরা লিওন এবং বেনিনের প্রেসিডেন্টরা মঙ্গলবার যে বৈঠক করেছেন লরাঁ বাগবো এবং বিরোধী নেতা আলাসান ওয়াতারার সাথে তা ব্যর্থ হয়েছে৷ তবে সর্বশেষ খবরে বলা হচ্ছে, আফ্রিকার তিন নেতা আলোচনার জন্যে আবারো ‘আগামী সপ্তাহে’ আবিজানে ফিরে আসবেন৷ আলোচনার পরে তিন আফ্রিকান নেতা আবিজান ত্যাগ করেন৷ তবে তারা বলেছেন, এই ব্যাপারে আরো আলোচনা প্রয়োজন৷ তিন নেতার আলোচনার পাশাপাশি পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক সংস্থা ইকোওয়াস-এর প্রতিনিধিরাও আলোচনা করেন বাগবোর সঙ্গে৷ তবে আফ্রিকান নেতারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

NO FLASH Zur Elfenbeinküste Wahlen 2010 Wahl
বাগবো এবং ওয়াতারা, তবে দশ বছর আগে তোলা এই ছবিটির মতো সম্পর্কে আর নেই দু’জনের মধ্যেছবি: picture-alliance/dpa

নতুন কিছু পদক্ষেপ

ঐ তিন আফ্রিকান দেশের প্রেসিডেন্টকে বিষয়টির মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাই তাঁরা থেমে নেই৷ তাঁরা তিনজন আজ অর্থাৎ বুধবারই নাইজিরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্যে নাইজিরিয়াতে গেছেন৷ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, নাইজিরিয়ার প্রেসিডেন্ট আবার ইকোওয়াস-এর চেয়ারম্যান৷ তিন দেশের নেতা এবং ইকোওয়াস-এর পক্ষ থেকে বাগবোকে চরমপত্র দিয়ে বলা হয়েছে, হয় ক্ষমতা ছাড়তে হবে নতুবা সামরিক শক্তি প্রয়োগ করা হবে৷ কেননা নভেম্বরের নির্বাচনে ওয়াতারা'ই জয়লাভ করেছেন বলে আন্তর্জাতিক মহলের ধারণা৷

আলোচনা ব্যর্থ হবার পর প্রতিক্রিয়া

বিরোধী নেতা আলাসান ওয়াতারার প্রায় ৫০ জন সমর্থক বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আইভরি কোস্ট দূতাবাসের সামনে বুধবার বিক্ষোভ করেছে৷ তারা বাগবোপন্থী রাষ্ট্রদূতকে ব্রাসেলস থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্যে আহ্বান জানিয়েছে৷ বিক্ষোভকারীরা এই সময়ে ওয়াতারার ছবি বহন করেন৷ তারা দূতাবাস ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়৷ তবে এই বিক্ষোভ শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে৷ ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র প্যারিসে আজ সাংবাদিকদের বলেছেন, বাগবো নয়, বরং আলাসান ওয়াতারা আইভরি কোস্টের রাষ্ট্রদূত হিসেবে যাদের নাম করবেন, ইউরোপীয় ইউনিয়ন তাদেরকেই রাষ্ট্রদূত বলে গ্রহণ করবে৷

এখানে বলে রাখা ভালো যে, ২৮ নভেম্বর দেশটিতে নির্বাচনের পরে বাগবো এবং ওয়াতারা দু’জনই নির্বাচনে জয়লাভের দাবি করেন৷ তবে আইভরি কোস্টের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আলাসান ওয়াতারাকে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক