1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাইপসিশ বিশ্ববিদ্যালয়

১০ আগস্ট ২০১০

পঞ্চদশ শতাব্দীর শুরুতে প্রতিষ্ঠিত হয় লাইপসিশ বিশ্ববিদ্যালয়৷ সে সময় মাত্র চারটি অনুষদ নিয়ে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শুভযাত্রা৷ তবে এরপর পাঁচশ বছরে বিশ্ববিদ্যালয়ে এসেছে অনেক পরিবর্তন৷

https://p.dw.com/p/Oga9
পাঁচশ বছরে বিশ্ববিদ্যালয়ে এসেছে অনেক পরিবর্তনছবি: picture-alliance/ ZB

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১৪টি অনুষদ এবং এই অনুষদগুলোর অধীনে প্রায় ১৯০টি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা যায়৷ শুধু গ্রাজুয়েশন বা মাস্টার্স নয়, বেশ কিছু বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে লাইপসিশ বিশ্ববিদ্যালয়৷ এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫ হাজার ছাত্র-ছাত্রী৷ বলা প্রয়োজন, স্যাক্সনি রাজ্যে লাইপসিশ ইউনিভার্সিটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়৷

জার্মান এবং ইংরেজি – এই দুটি ভাষাতেই পড়াশোনার সুযোগ রয়েছে লাইপসিশ বিশ্ববিদ্যালয়ে৷ তবে ভর্তির আগে আরো নির্দিষ্ট করে জেনে নেওয়া প্রয়োজন৷ ভারত এবং বাংলাদেশ থেকে যারা লাইপসিশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আসতে চান, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং অনুষদের বেশ কিছু শর্ত পূরণ করা আবশ্যক৷

600 Jahre Uni Leipzig - Universitätsbibliothek
বিশ্ববিদ্যালয়টির গ্রন্থাগারছবি: picture-alliance/ ZB

বাংলাদেশের ছাত্র নূর আলম

বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নূর আলম৷ তিনি লাইপসিশ বিশ্ববিদ্যালয়ে ‘ব্যবসায়িক উদ্যোগ'এর ওপর পিএইচডি করতে এসেছেন৷ তিনি বৃত্তি পেয়েছেন জার্মান বৃত্তি প্রদানকারী সংস্থা ডিএএডি থেকে৷ বিশ্ববিদ্যালয়ে কার সঙ্গে, কবে, কীভাবে যোগাযোগ শুরু করেছিলেন ?

নূর আলম জানান, ‘‘আমি জার্মানির খবর পেয়েছি আমার সহকর্মীদের আছে – বিশেষ করে যারা জার্মানিতে পড়াশোনা করেছে৷ তারা জানিয়েছে, জার্মানির পড়াশোনার মান অত্যন্ত ভাল এবং সেখানে বৃত্তি নিয়ে পড়াশোনা করা যায়৷ বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ জার্মানিতে রয়েছে৷''

Universität Leipzig: Fakultät für Chemie und Mineralogie
বিশ্ববিদ্যালয়ের ক্লাস ঘরছবি: Universität Leipzig, Fotograf: Armin Kühne

নূর আলমের কোর্সটি সাড়ে তিন বছরের তবে তা চার বছর পর্যন্ত গড়াতে পারে৷ অর্থাৎ পুরো সময়টিই তিনি ব্যস্ত থাকবেন গবেষণা নিয়ে৷ পুরো পরিবার নিয়েই তিনি জার্মানিতে থাকবেন৷ তাঁর পরিবার এখনো বাংলাদেশ থেকে আসেনি৷ পরিবারের সম্পূর্ণ খরচ বহন করবে ডিএএডি৷ নূর আলম বললেন, ‘‘আমরা পরিবার আমার সঙ্গে যোগ দেবে৷ তবে তা হবে আমার ভাষা শিক্ষার কোর্সটি শেষ হওয়ার পর৷ যখন আমি বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করবো, তখন তাঁরা আসবে৷ আমর পরিবারের পুরো খরচ বহন করবে ডিএএডি৷ আমার স্ত্রী এবং বাচ্চার থাকার যে খরচ তার পুরোটাই দিচ্ছে ডিএএডি৷ এটা আমার বৃত্তির সঙ্গে সম্পৃক্ত৷''

দেশে থাকতেই প্রস্তুতি

বাংলাদেশে বসে কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন ? জার্মানিতে পছন্দমত বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া, কাগজ-পত্র পাঠানো, অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা – শুরু হয়েছিল কীভাবে ? তিনি জানান, ‘‘আমি চাইছিলাম অত্যন্ত উচ্চমানের একটি গবেষণা করতে৷ যেটার সুযোগ বাংলাদেশে কিছুটা কম৷ সেই প্রেক্ষাপটে জার্মানি খুবই ভাল জায়গা৷ বিশেষ করে যে কোন বিষয় নিয়ে গবেষণা করার জন্য৷ সেই দিকগুলো জেনে আমি অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম৷ আমার বিভিন্ন বইয়ের পাবলিকেশন করাসহ জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমেও আমি প্রফেসরদের সঙ্গে যোগাযোগ করতে থাকি, পছন্দমত বিশ্ববিদ্যালয় খুঁজতে থাকি৷ মূলত পিএইচডি করার জন্য এসবই আমি নিয়মিত করতাম৷'

BdT Angela Merkel erhält Ehrendoktor
জার্মান চ্যান্সেলর ম্যার্কেলও ছিলেন এখানকার শিক্ষার্থীছবি: AP

জার্মানিতে পড়ার শর্ত, আগ্রহ

জার্মানিতে পিএইচডি করার অনেকগুলো শর্ত রয়েছে৷ তার সবটাই পূরণ করতে হয়৷ কী সেই শর্তগুলো ? নূর আলমের নিজেই জানালেন, ‘‘জার্মানিতে পিএইচডি করতে গেলে যে জিনিসটার প্রয়োজন তা হল – গবেষণার ক্ষেত্রে পাবলিকেশন্স৷ এটা খুবই জরুরি এবং আরেকটা জিনিস যা প্রয়োজনীয় তা হল উচ্চশিক্ষার জন্য আগ্রহ৷ এগুলো যদি একসঙ্গে উপস্থাপন করা যায় তাহলে বৃত্তি পাওয়া সহজ হবে৷''

Studenten aus dem Libanon und Deutschland bei Hiwar Fanni
ডিএএডি’র সাহায্যে বহু বিদেশী ছাত্র-ছাত্রী এখন এখানে পড়ার সুযোগ পাচ্ছেছবি: hiwar fanni_transart

ভারত-বাংলাদেশ থেকে যারা জার্মানিতে পড়াশোনা করতে চান তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিলেন নূর আলম৷ ‘জার্মানিতে পড়াশোনার প্রচুর সুযোগ রয়েছে – যেটা আমাদের অনেকেই জানে না৷ অনেকেই হয়তো অন্য দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে কিন্তু আমি বলবো যে এখন জার্মানিতে প্রচুর সুযোগ আছে৷ আগ্রহী ব্যক্তিরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারে তাহলে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পরিবারসহ জার্মানিতে থাকা, পড়াশোনা এবং গবেষণার একটি সুযোগ তারা জার্মানিতে পাবে৷ ভাল জীবনযাপন করতে পারবে, ভাল পড়াশোনা করতে পারব - যা পরবর্তীকালে নিজের কাজের ক্ষেত্র এবং ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷'

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ