1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লা’কুইলার ভূমিকম্পের বর্ষপূর্তি আজ, ক্ষুব্ধ বাসিন্দারা

৬ এপ্রিল ২০১০

বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগটিকে স্মরণ করা হচ্ছে যে সব কর্মসূচির মধ্যে দিয়ে, তার মধ্যে রয়েছে, নিহতদের আত্মার শান্তির জন্যে রাতে প্রার্থনা এবং প্রার্থনা সঙ্গীত৷

https://p.dw.com/p/MoGE
২০০৯-এর ৬ এপ্রিল ভূমিকম্পে বিধ্বস্ত ইটালির লা'কুইলা শহরছবি: AP

ইটালির লা'কুইলা শহরে ভয়াবহ ভূমিকম্পের আজ প্রথম বার্ষিকী৷ দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে৷ মঙ্গলবার সকাল থেকেই লা'কুইলাতে সমবেত হতে থাকেন সাহায্য কর্মী, প্রতিরক্ষা দপ্তরের সদস্য এবং নিহতদের আত্মীয় পরিজন৷

গত বছরের ৬ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান ৩০৮ জন৷ গৃহহীন হয়েছেন অন্তত ৬০ হাজার মানুষ৷ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার মানুষ৷ ৫২ হাজারেরও বেশি মানুষ এখনও নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেননি, তাঁরা অপেক্ষা করছেন নতুন আবাসনের৷ ক্ষতিগ্রস্তদের অনেকেই রাজনৈতিক নেতৃবৃন্দের নিন্দা করে বলেছেন, একবছর পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনও তাঁরা পুনর্গঠনের কাজ শুরুর জন্যে অপেক্ষা করছেন৷

বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগটিকে স্মরণ করা হচ্ছে যে সব কর্মসূচির মধ্যে দিয়ে, তার মধ্যে রয়েছে, নিহতদের আত্মার শান্তির জন্যে রাতে প্রার্থনা এবং প্রার্থনা সঙ্গীত৷ স্থানীয় সময় ঠিক রাত ০৩.৩২ ঘন্টায় (গ্রিনিচ মান সময় ০১.৩২ ঘন্টা ) ভূমিকম্প আঘাত হেনেছিল৷ রাতে ঠিক এই সময়টিতে পালন করা হয় নীরবতা৷

Italien Aquila Trauerfeier
ফুলে ঢাকা নিহতদের সারিবদ্ধ কফিনছবি: AP

লা'কুইলা শহরের কেন্দ্র এবং আশপাশের গ্রামগুলোতে আঘাত হানা ঐ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩৷ ভূমিকম্পে গৃহহীন লোকজন এখনও অস্থায়ী সরকারি বাসস্থানে বসবাস করছেন৷ এখনও ফিরে যেতে পারেননি নিজেদের ঘরবাড়িতে৷ তবে ভূমিকম্পের পর লা'কুইলার কেন্দ্রস্থলের ভবনগুলো আর নিরাপদ নয়৷ শহরটি থেকে ভূমিকম্পের ধ্বংসাবশেষ সম্পূর্ণভাবে এখনও সরিয়ে নেওয়া সম্ভব হয়নি৷ লাকুই'লা থেকে ভূমিকম্পের ধ্বংসস্তুপ সরিয়ে সেখানে আবার স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্যে শহরবাসীরা দাবি জানিয়ে আসছেন৷ এই দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ৷

লা'কুইলা শহরের মেয়র মাসিমো সিয়ালেন্টে সেখানকার অধিবাসীদের কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছেন৷ কর্তৃপক্ষ বলছে, লা'কুইলাতে স্বাভাবিক জীবন যাত্রা ফিরিয়ে আনতে ১০ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে৷

প্রতিবেদক : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : দেবারতি গুহ